বয়সভিত্তিক ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি! ক্রিকেটের বিস্ময় হয়ে এমন কিশোর ধরা দেন হরহামেশাই। এরপর তাঁকে নিয়ে চর্চা হয় বহুকাল। কেউ কেউ আন্তর্জাতিক তারকায় পরিণত হন। আবার কেউ কেউ প্রতিভার যত্ন না নেওয়ায় পতিত হয়েছেন অতল অন্ধকারের গহ্বরে। তবে, বাংলাদেশের বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেট নিয়ে এমন আলোচনা হয় না বললেই চলে। অবশ্য আলোচনার জ্বালানি নিজেরাই যে দিতে পারেন না উঠতি ক্রিকেটাররা।
তবে এবার দেখা মিলল ভিন্ন দৃশ্যের। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল। সেমিতে খেলছে ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮ ও বিকেএসপি অনূর্ধ্ব-১৮। সেই ম্যাচেই এক রেকর্ড গড়ে বসলেন রিফাত বেগ। বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন তরুণ এ ক্রিকেটার।
রাজশাহীতে হওয়া এ ম্যাচে অবশ্য টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা মেট্রোই। তবে তাঁরা অলআউট হয় মাত্র ১৪৩ রানে। আর তাই প্রথম দিনেই ব্যাটিং নামার সুযোগ পেয়েছিলেন বিকেএসপির ওপেনার রিফাত বেগ। অবশ্য এরপর যা করেছেন, তাতেই হয়েছে ইতিহাস।
একাই করেছেন অপরাজিত ৩২০ রান। ৪৮৩ বলের ইনিংসে সে ইনিংস রিফাত ৪ মেরেছেন ২৯টি আর ছক্কা ৪টি। তবে চোখে পড়ার মতো ব্যাপার হলো, তিনি উইকেটে ছিলেন ৬৫০ মিনিট। অর্থাৎ প্রায় ১১ ঘন্টা ব্যাটিং করেছেন এ ব্যাটার। চোয়ালবদ্ধ দৃঢ়তা আর টেস্ট ক্রিকেটে দারুণ টেম্পারমেন্ট যাকে, সেই দুটিরই অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন এ ব্যাটার।
রিফাত সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি পূরণ করেছিলেন ম্যাচের দ্বিতীয় দিনেই। তিন অঙ্করে ঘরে পৌঁছান ১৯৮ বলে। আর ডাবল সেঞ্চুরিতে পৌঁছান ৩৩৫ বলে। তবে দ্বিশতকের পর তারুণ্যে ভরা চোখটা ছিল বিশালতার দিকে। আর সেই যাত্রায় ম্যাচের তৃতীয় দিনে এসে ছুঁয়ে ফেলেন ত্রিশতকও।
ব্যক্তিগত ইনিংসের ৪৬৮তম বলে তিনি এ মাইলফলক স্পর্শ করেন। ত্রিপল সেঞ্চুরির পরও অবশ্য থামেননি। ওপেনিংয়ে নেমে থেকে গিয়েছেন ইনিংসের শেষ পর্যন্ত। ঢাকা মেট্রো ১৪৩ রানের বিপরীতে ৫৪৯ রান করে বিকেএসপি।
যে ইনিংসের পথে একমাত্র অপরাজিত ছিলেন রিফাত বেগ। আর তাঁর ৩২০ রানের ইনিংসটিই তাঁকে পৌঁছে দিয়েছে দুর্দান্ত এক কীর্তির আসনে। বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে এটিই প্রথম কোনো ব্যাটারের ত্রিপল সেঞ্চুরির ঘটনা।
সদ্য কৈশোর পেরোনোর পথে রয়েছেন রিফাত বেগ। এই বয়সভিত্তিক ক্রিকেট দিয়েই বিরাট কোহলি থেকে বেন স্টোকস, স্টিভেন স্মিথ থেকে বাংলাদেশের সাকিব, মুশফিক বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ হয়েছেন। রিফাত বেগের মাঝেও নিশ্চয়ই নিজেকে সেরাদের কাতারে নিয়ে যাওয়ার সেই ক্ষুধাটা আছে। অধ্যাবসায়ের এই ক্ষুধা জিইয়ে রাখলেই তিনি হতে পারেন বাংলাদেশের আগামীর তারকা।