পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ দুই আসরেই শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। আসন্ন পিএসএল দিয়ে হ্যাটট্রিক শিরোপার দিকে এখন চোখ দলটির। আর সেই যাত্রায় নিজেকে প্রস্তুত করছেন পাকিস্তানের নব্য গতি তারকা জামান খান।
এবারের পিএসএলে নিজের লক্ষ্য নিয়ে এ পেসার পাকিস্তানের এক গণমাধ্যমকে বলেন, ‘আমার লক্ষ্য দলকে ফাইনালে নিয়ে যাওয়া। এ জন্য যা করার দরকার তাই-ই করব। আমাদের দলটিতে দারুণ কম্বিনেশন রয়েছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি।’
তিনি আরো যুক্ত করে বলেন, ‘নিজের বোলিং নিয়ে বলতে গেলে, এখন আমি স্লোয়ার ইয়র্কার রপ্ত করার চেষ্টা করছি। ডেথ ওভারের বোলিং যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ। আমি এই ডেথ ওভারেই বোলিংয়ে অবদান রাখতে। আর সেটির জন্য কাজও করছি।’
সামনে জুনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছরের মার্চে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হলেও এখনও আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পায়ের তলার মাটি শক্ত হয়নি জামান খানের। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার দৌড়ে ঠিকই রয়েছেন। এ নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে ফিটনেসটা ধরে রাখা প্রয়োজন। কারণ সামনেই বিশ্বকাপ।’
পিএসএলের সর্বশেষ আসর দিয়েই মূলত নজর কেড়েছিলেন এ পেসার। সেবার ১৫ উইকেট নিয়ে জায়গা পেয়ে যান জাতীয় দলেও। এরপর পাকিস্তানের জার্সি গায়ে ৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তাঁর শিকার ছিল ৬ উইকেট।