আবারও ইনজুরিতে পড়েছেন শ্রেয়াস আইয়ার; রঞ্জি ট্রফির ফাইনালে খেলার সময় পিঠের চোট পুনরায় মাথা চাড়া দিয়ে উঠেছে। এর ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম কয়েক ম্যাচ হয়তো খেলা হবে না তাঁর। এমন খবর ছড়িয়ে পড়ার পরই প্রশ্ন উঠেছে ন্যাশনাল ক্রিকেট একাডেমিকে (এনসিএ) নিয়ে, কেননা কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি তাঁকে শতভাগ ফিট হওয়ার সনদ দিয়েছিল।
সাম্প্রতিক কালে নেতিবাচক কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন অফ ফর্মের জন্য, এরপর রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ দেয়া হলেও মুম্বাই রাজ্য দলের সঙ্গে যোগ দেননি তিনি। এরই জের ধরে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেয়া হয় তাঁর নাম।
তবে এই ডানহাতি দাবি করেন তিনি পুরোপুরি ফিট হয়ে ওঠেননি, এজন্যই রঞ্জিতে খেলছেন না। যদিও এনসিএর মতে, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন। ফলে একরকম চাপে পড়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে হয় তাঁকে।
ফাইনালে ৯৫ রানের অনবদ্য এক ইনিংস খেলার পথে দুইবার পিঠের ব্যাথার জন্য চিকিৎসা নিয়েছিলেন আইয়ার। পরবর্তীতে ফিল্ডিংয়ের সময় মাঠেই নামেননি তিনি। জানা গিয়েছে, পিঠে স্ক্যান করার জন্য হাসপাতালে নেয়া হয়েছে তাঁকে, আপাতত তাই আইপিএলের প্রথমভাগে তাঁর উপস্থিতি নিয়ে শঙ্কা জেগেছে।
গণমাধ্যমের তথ্যমতে, ‘আইয়ারের অবস্থা খুব একটা ভাল মনে হচ্ছে না। পুরনো পিঠের চোট আবার তীব্র হয়ে উঠেছে, আইপিএলের শুরুর ম্যাচগুলোতে তাঁর হয়তো খেলা হবে না। এর আগে ইংল্যান্ড সিরিজ চলাকালীন টিম ম্যানেজম্যান্টকে চোটের ব্যাপারে জানিয়েছিলেন তিনি।’
গত বছর পিঠের চোটের কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছিলেন এই তারকা। যেতে হয়েছিল চিকিৎসকের ছুরিকাঁচির নিচে, ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হয়নি তাঁর। লম্বা বিরতি কাটিয়ে ওয়ানডে বিশ্বকাপে দলে ফিরেই বাজিমাত করেছিলেন তিনি, হয়েছিলেন দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু এখন আবার চোট শঙ্কা জেগে উঠলো তাঁকে, এখন দেখার বিষয় এই যাত্রায় সুস্থ হতে কতটা সময় লাগে।