চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচের পারফরম্যান্স দিয়ে সবার চেয়ে আলাদা বনে গেছেন মুস্তাফিজুর রহমান। শুধু পারফরম্যান্স নয়, আদতে মুস্তাফিজের জার্সিও ছিল আলাদা। এর আগে চেন্নাইয়ের হয়েই ঠিক এমন কাজটাই করেছিলেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী। ধর্মীয় আচরণ বিধি মানার অনন্য দৃষ্ঠান্ত স্থাপনে এবার মঈনের পথেই হাঁটলেন মুস্তাফিজ।
চেন্নাইয়ের চিরপরিচিত হলুদ জার্সির বাম হাতে দুই স্টিকার থাকলেও, মুস্তাফিজের জার্সিতে ছিল কেবল একটি স্টিকার। আইপিএলের নিজস্ব লোগোর ওপরে এসএনজে গ্রুপের স্পন্সর স্টিকার না লাগিয়েই মাঠে নেমেছেন মুস্তাফিজ।
ভারতের এসএনজে গ্রপ অ্যালকোহল নির্মাতা প্রতিষ্ঠান। তাঁদের এসএনডজে ১০০০০ অনেক সময় ধরেই চেন্নাইয়ের অন্যতম পৃষ্ঠপোষক। সবশেষ ২০২২ সালে নতুন করে তিন বছরের জন্য সিএসকের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছিল এই কোম্পানি। সেই সুবাদে অ্যালকোহল উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের লোগো জায়গা করে নেয় চেন্নাইয়ের জার্সিতে।
কিন্তু, মুসলমান ক্রিকেটারদের এমন স্পন্সর গায়ে পরিধান করা ধর্মীয় ভাবে নিষিদ্ধ। তাই মুস্তাফিজ খেললেন সেই স্টিকার ছাড়াই। এর আগে চেন্নাইয়ের আরেক মুসলিম ক্রিকেটার মঈন আলীও মাঠে নেমেছিলেন এসএনজে গ্রুপের লোগো ছাড়াই।
অবশ্য, লোগে দিয়ে নয় মুস্তাফিজকে মাঠে চেনা গেল পারফরম্যান্স দিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে চার ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট নেন মুস্তাফিজ। পান ম্যাচ সেরার পুরস্কার।
ম্যাচ শেষে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও করেন মুস্তাফিজের প্রশংসা। তিনি বলেন, ‘শুরুর ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে মুস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্য বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে।’