স্লিপ অঞ্চলে ক্যাচ, মিস। আবারও একই জায়গায় ক্যাচ, আবারও মিস। স্লিপে দাঁড়িয়ে মাহমুদুল হাসান জয়ের ক্যাচ মিস যেন বনে গেছে এক নিয়মিত ঘটনা। আর তার সেই ক্যাচ মিসেই বাংলাদেশের ম্যাচের মোমেন্টাম হাতছাড়া হয়ে যাচ্ছে। একটি ক্যাচের মূল্য বাংলাদেশকে দিতে হয়েছে ম্যাচ খুইয়ে।
সাধারণত চৌকশ খেলোয়াড়দের স্লিপ অঞ্চলে ফিল্ডিং করতে দেখা যায়। টেস্ট ক্রিকেটে বেশ গুরুত্বপূর্ণ এক ফিল্ডিং পজিশন। পেস বোলারদের বহু কষ্টের পর গিয়ে একটি বল যায় সেই স্লিপ অঞ্চলে। তাইতো সেখানে ওঠা ‘হাফচান্স’ গুলোকে মুহূর্তের মধ্যেই শতভাগ নিজেদের পক্ষে করে নিতে হয়।
তবে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও সে দায়িত্ব পালনে দারুণভাবে ব্যর্থ হন জয়। প্রথম টেস্টের শুরুতে দারুণ অবস্থানে ছিল বাংলাদেশ। স্বল্প সময়ের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে ছিল তখন শ্রীলঙ্কা। ইনিংসের ১৬.২ তম বলে শরিফুলের আউটসুইং বল। কামিন্দু মেন্ডিসের ব্যাটের খোঁচায় বল চলে যায় দ্বিতীয় স্লিপের দিকে।
সেখানে দাঁড়িয়ে ছিলেন মাহমুদুল হাসান জয়। নিচু হতে থাকা বলটা জয়ের হাত অবধি পৌঁছেছিল ভালভাবেই। তবুও বলটা নিজের তালুবন্দী করতে পারেননি জয়। হাতে বাউন্স খেয়ে মিস হয়ে যায় ক্যাচ। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা কামিন্দুর রান তখন শূন্য।
এরপর কামিন্দু ঠিক কি করেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। দুই ইনিংসে দুই সেঞ্চুরি করেছেন। রেকর্ড বইয়ে যায়গা করে নিয়েছেন। সর্বোপরী বাংলাদেশকে পরাজয়ের তিক্ত স্বাদ দেওয়ার কারিগর বনে গিয়েছিলেন। তবে জয়ের সেই ক্যাচ মিসের ধারা বদলায়নি চট্টগ্রাম টেস্টেও।
সেখানে একেবারে ইনিংসের শুরুর দিকেই তিনি আরেকটি ক্যাচ মিস করেছেন। নিশান মাদুশকা তখন ৯ রানে ব্যাট করছিলেন। হাসান মাহমুদ নিজের অভিষেক টেস্ট ম্যাচেই বেশ পরীক্ষার মধ্যেই ফেলেছিলেন লঙ্কান ব্যাটারদের। সেই পরীক্ষার ফল হিসেবে ক্যাচ উঠেছিল স্লিপ অঞ্চলে।
একেবারে সহজ এক ক্যাচ ফেলে দেন মাহমুদুল হাসান জয়। এরপর নিশান মাদুশকা বড় রানের দিকেই ছুটেছেন। অর্ধশতক করেই মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন তিনি। তবে জয় হয়ত একটু স্বস্তিই খুঁজতে চাইবেন যে সেই অর্ধশতক গড়ায়নি শতক অবধি।
সেই হাসান মাহমুদের ছোড়া থ্রো-তেই রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাদুশকা। তাতে অবশ্য জয়ের এমন করুণ ফিল্ডিং দশা পার পেয়ে যায় না। আধুনিক ক্রিকেটে ফিল্ডিং ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা ব্যাটিং ও বোলিং। জয়রা এমন ফিল্ডিং মিসের পর ব্যাট হাতেও নিজেদের মেলে ধরতে পারছেন না। তাতেই তো পরাজয় ছাড়া আর কিছুই জোটে না।