অভিষেক শর্মাকে চপ্পল দিয়ে পেটানো উচিৎ?

এই অপরিপক্কতার পরিচয় দিয়ে যুবরাজের ঠাট্টার বিষয়বস্তুতে পরিণত হোন তিনি। তাইতো বলেই ফেলেন, ‘ও (অভিষেক) চপ্পল দিয়ে পেটাও।’

ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী বাঁ-হাতি স্টাইলিশ ক্রিকেটার যুবরাজ সিং, অভিষেক শর্মার অপ্রত্যাশিত আউটে বেশ বিব্রত। তাই মজার ছলে বলেই ফেললেন, অভিষেকের জন্য অপেক্ষা করছে বিশেষ জুতা। আর সেই জুতা হল চপ্পল। হ্যাঁ, যুবরাজ এই অভিষেক শর্মাকে চপ্পল দিয়ে পেটানোর কথা বলেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। রেকর্ডময় সেই ম্যাচ অভিষেক শর্মা, ট্রাভিস হেড আর হেনরিখ ক্লাসেনের ব্যাটে ভর করে ২০ ওভারে ২৭৮ রানের বিশাল টার্গেট দেয় মুম্বাইকে। তবে পাঁচ উইকেটে ২৪৬ রান করতে সমর্থ হয় হার্দিক পান্ডিয়ার দল।

সেই ম্যাচে অভিষেক শর্মা করেন  ২৩ বলে ২৭৩.৯১ স্ট্রাইক রেটে ৬৩ রানের অতি দানবীয় এক ইনিংস। যেখানে তিনি ৩ টি চার,৭ টি ছক্কা হাঁকান। মাত্র ১৬ বলে তুলে নেন অর্ধ-শতক। যা আইপিএল ইতিহাসের অন্যতম রেকর্ড। পিযুষ চাওলার বলে নামান ধীরের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান। তবে অর্জন করেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।

সময় মত ব্যাটে-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হোন অভিষেক। আর এই অপরিপক্কতার পরিচয় দিয়ে যুবরাজের ঠাট্টার বিষয়বস্তুতে পরিণত হোন তিনি। তাইতো বলেই ফেলেন, ‘ও (অভিষেক) চপ্পল দিয়ে পেটাও।’

ম্যাচ শেষে অভিষেক তাঁর অনুভুতি প্রকাশ করেন। সেখানে তিনি জানান, বিস্ফোরক এক  ইনিংস খেলতে পেরে তিনি খুবই আনন্দিত। আর সেই কৃতিত্ব দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। তাছাড়া ট্রাভিস হেডের সাথে ব্যাটিং বেশ উপভোগ করেছেন বলে জানান তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোচ এবং দলের অধিনায়কের প্রতি।

অভিষেকদের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে। দর্শকরা আবারো তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দেখার জন্য অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। অভিষেক আগামী ম্যাচগুলোতে যুবরাজ সিংয়ের কৌতুকসহ তাঁর সমালোচকদের ঠিকঠাক জবাব দিতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...