সর্বশেষ সংবাদ

ক্ষুধাটা বাঁচিয়ে রেখেছেন রিশাদ

রিশাদ হোসেনকে কেন সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলানো উচিৎ – সেটা আরেকবার বুঝতে পারল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এক ওভারে জোড়া আঘাত হানলেন যখন, তখনই শ্রীলঙ্কার...

‘ক্লিনিকাল’ বোলিংয়ে রেকর্ড গড়া জয়

বোর্ডে রান থাকলে, ফিল্ডিংটা ঠিকঠাক হলে বাংলাদেশের বোলাররা কি করতে পারেন সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। ১৭৮ রানের লক্ষ্য সেট করে দেওয়ার পর প্রথম বল...

এ কারণেই শামীমকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া প্রয়োজন!

৪৯ রানে রানআউট হলেন শামীম হোসেন পাটোয়ারি। স্ট্রাইক ফেরত পেতে চেয়েছিলেন। শেষের দিকে তো তারই স্ট্রাইকে থাকা উচিৎ। প্রায় ১৭৮ স্ট্রাইকরেটের ইনিংসটি তো জানান দিচ্ছে...

লিটন ফিরলেন, সেটা যে করেই হোক!

লিটন দাস সুন্দর কোনো ইনিংস খেলতে পারেননি। নান্দনিক সব শটের পসড়া সাজাতে পারেননি। কিন্তু, তিনি রান করেছেন। তিনি রানে ফিরেছেন। বাংলাদেশ দলের পিঠ যখন দেয়ালে...

ডাম্বুলায় ফিরবে কি বাংলাদেশের ভাগ্য?

ঝলমলে রোদ হৃদের পানিতে দিয়েছে রুপালি আভা। অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে ডাম্বুলা রক। এরই মাঝে রানগিরি ডাম্বুলা স্টেডিয়ামের অবস্থান। এই মাঠেই হবে শ্রীলঙ্কা ও...

হাতুরুর বিদায়েও খোলেনি নাসুমের কপাল

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে সেরা দশে উঠে এসেছিলেন নাসুম আহমেদ। সেই নাসুম শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্রায় বছর দু’য়েক হতে চলল। দলের কম্বিনেশন আর ওয়ানডে...

হোম ভেন্যুতে হৃদয় জিততে পারবেন তাওহীদ?

হোম ভেন্যুতে নিজেকে ফিরে পাওয়ার মিশনে মাঠে নামছেন তাওহীদ হৃদয়। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরের ডাম্বুলা কি করে হৃদয়ের ঘরের...

প্রয়োজনীয়তার ঠুনকো যুক্তিতে অযথাই সাইফউদ্দিন দলে

প্রয়োজন, স্রেফ এই এক নিরিখে টি-টোয়েন্টি দলে মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু আদোতে সাইফউদ্দিনের প্রয়োজনীয়তা কি আছে দলে? অধিনায়ক লিটন দাসের বক্তব্যের রেশ ধরেই বলা যায় যে...

কিভাবে টি-টোয়েন্টি খেলতে হয়, বাংলাদেশকে দেখাল শ্রীলঙ্কা

টি-টোয়েন্টিতে ইন্টেন্ট আর মানসিকতাটাই সব কিছু। বাংলাদেশ দলকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শ্রীলঙ্কা দল। যেভাবে শ্রীলঙ্কা দল ব্যাটিং করল, তাতে মনে হল বাংলদেশ...

চার ওপেনারের স্ট্রাইকরেট ১১৭!

একাদশ দেখে রীতিমত হতবাক হওয়ার উপক্রম। চার চারজন ওপেনার! চারজনই খেললেন টপ অর্ডারে। পারভেজ হোসেন ইমনের কল্যাণে একটা ভাল শুরু পাওয়া গেলেও, বাকিদের ব্যর্থতায় সেই...

লিটন/হৃদয় – মাইনাস টু এখন সময়ের দাবি!

ব্যাটিং মোমেন্টাম নষ্টের গোড়ায় আছেন লিটন দাস। তাঁর সাথে কাঠগড়ায় উঠবে তাওহীদ হৃদয়ের নামও। অধিনায়ক লিটন টাচে নেই একদম, আর সেটার প্রভাব পড়েছে পুরো দলের...

শ্রীলঙ্কা যেন বাংলাদেশের কাছে দূর আকাশের তারা

মাথিশা পাথিরানা যেখানে শেষ করলেন সেখানেই শুরু করলেন শরিফুল ইসলাম। পাথিরানা যখন বের হচ্ছিলেন তখন কেবল মাঠ আসলেন শরিফুল। ডাও আউটের বাইরে দাঁড়িয়ে দু’জন কথা...

স্লিঙ্গি মালিঙ্গার উত্তরসূরিরা রাঙাচ্ছে চোখ

লাসিথ মালিঙ্গা ছিলেন রীতিমত বাংলাদেশের যমদূত। তার ওই স্লিঙ্গি অ্যাকশন টাইগার ব্যাটার ভুগিয়েছে খুব। সময় বদলেছে, লাসিথ মালিঙ্গারও সময় ফুরিয়েছে। কিন্তু বদলায়নি স্রেফ স্লিঙ্গি অ্যাকশনে...

জয়াসুরিয়ার কোচিংয়ের ভিন্ন ধারা

অনুশীলনে এসেই প্রথমে উইকেট দেখতে চলে গেলেন সনাথ জয়াসুরিয়া। সেখানে যথারীতি হাজির অধিনায়ক চারিথ আসালাঙ্কা।ওয়ানডে সিরিজে প্রত্যাশিত জয় পাওয়ার পর এবার টি-টোয়েন্টিতে মনোযোগ শ্রীলঙ্কার। আর...

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সম্প্রচার নিয়ে শঙ্কা!

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ দেখাতে আগ্রহী না কোনো টেলিভিশন চ্যানেল। নির্ধারিত সময় পার হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাকে সাড়া দেয়নি কেউ। তাই তো শঙ্কা জেগেছে...

ছেড়ে দে মা কেঁদে বাঁচি, দেশে ফিরতে আর কত দেরী?

সমস্যার ইতি-অন্ত নেই বাংলাদেশ দলে। মিডল ওভারে বোলিং করার কেউ নেই। মিডল ওভারে ব্যাটিং করারও কেউ নেই। ব্যাটিং কিংবা বোলিং – দুই সময়ে ঠিক এই...

তাওহীদ হৃদয়ের অর্থহীন হাফসেঞ্চুরি

আবারও সেই ৫১ রান। অর্থহীন আরও এক হাফসেঞ্চুরি হাঁকিয়ে তাওহীদ হৃদয় ফিরলেন প্যাভিলিয়নে। প্রেমাদাসার ধীরলয়ের ব্যাটিং ফিরিয়ে আনলেন তিনি পাল্লেকেলেতেও। দ্বিতীয় ওয়ানডেতে হৃদয়ের নেতিবাচক ব্যাটিং...

শামিম কি সত্যিই আউট ছিলেন?

উইকেটরক্ষক যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন না। এমনটি টেলিভিশন রিপ্লে থেকেও মনে হচ্ছিল বল দিয়ে নয়, বরং আগে হাত দিয়ে বেল ফেলেছেন তিনি। শামিম পাটোয়ারি কি একটা...

পর্বতসম দৃঢ়তার কুশল লঙ্কানদের দিয়েছে অক্সিজেন

অবশেষে কুশল মেন্ডিসের আক্ষেপের প্রহর শেষ হল। পাল্লেকেলে কুশল মেন্ডিসের বেশ পছন্দের ভেন্যু। তবে এই ভেন্যুতে এর আগে সাতটি অর্ধশতক হাঁকালেও, সেঞ্চুরি ছিল না একটিও।...

পাল্লেকেল্লে লঙ্কান ক্রিকেটের ঘাঁটি

বিধাতার হাতে আঁকা ছবি। এর মাঝেই দাঁড়িয়ে আছে পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ওয়ানডে সিরিজ নির্ধারণের গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে এই মাঠেই। যদিও এই মাঠে পঞ্চাশ ওভারের...

টালমাতাল শ্রীলঙ্কা শিবির, সেন্টার উইকেটে রুদ্ধশ্বাস বৈঠক

এক ম্যাচ হেরেই টালমাতাল শ্রীলঙ্কা শিবির। সনাথ জয়াসুরিয়ার রাতের ঘুম নষ্ট হয়ে গিয়েছে। অধিনায়ক চারিথ আসালাঙ্কার অবস্থাও তাই। বাংলাদেশ দল কোনো ফরম্যাটেই যে এখন পাল্টা...

শামিম পাটোয়ারি, বাংলাদেশের ষষ্ঠ ইন্দ্রিয়

প্রেমাদাসায় অবশেষে প্রেম খুঁজে পেল বাংলাদেশ। ১১ টি ওয়ানডে পর ১২ তম ওয়ানডেতে গিয়ে জয় ছিনিয়ে আনা গেল স্বাগতিক শ্রীলঙ্কাকে। স্তব্ধ করে দেওয়া গেল গোটা...

মিরাজই কেবল বিশ্বাস করেছিল, বাংলাদেশ জিতবে

ম্যাচের আগের দিনই মেহেদী হাসান মিরাজ রেখেছিলেন বিশ্বাস। বলেছিলেন, ‘ইনশাআল্লাহ পরের ম্যাচ আমরা জিতবই।’ সেই বিশ্বাসের প্রতিফলন ঘটেছে প্রেমাদাসার বুকে। শ্রীলঙ্কার বিপক্ষের খরা অবশেষে কাটল।...

শূন্যস্থান পূরণ করলেন তানভির

বাংলাদেশের একাদশে একজন বাঁ-হাতি স্পিনার দরকার ছিল। এমন একজন বাঁ-হাতি যিনি সময় মত জ্বলে উঠতে পারেন। আর প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই, প্রয়োজনটা ছিল আরও বেশি। কারণ,...

স্কোরবোর্ডে বাংলাদেশ ব্যর্থ!

৩০০ রানের উইকেটে আড়াইশ-ও করতে পারল না বাংলাদেশ দল। তানজিম হাসান সাকিবের ক্যামিওতে লড়াইয়ে পুঁজি পেল বাংলাদেশ, তবে সেটা আর প্রেমাদাসার ব্যাটিং সহায়ক উইকেটে যথেষ্ট...

হাসারাঙ্গা জুজুতে কুপোকাত ইমন

স্রেফ দুই বলে ৪০ থেকে পঞ্চাশ রানে পৌছালেন পারভেজ হোসেন ইমন। আত্মবিশ্বাসের সাথে তুলে নেন নিজের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি। কিন্তু এরপরই যেন তালগোল পাকিয়ে...

সালাহউদ্দিনের ব্যস্ততা, সত্যি নাকি ভ্রম!

গায়ের সাথে জুড়ে আছে ‘দেশসেরা কোচ’ তকমা। খেলোয়াড়দের পারফরমেন্সের বিচ্যুতি ঘটলেই মোহাম্মদ সালাহউদ্দিনের নিকট ছুটে যাওয়া- এমন নজির তো আর কম নেই। সেই সুনাম থেকেই...

মিরাজের বোলিং কি হারিয়ে ফেলেছে ধার?

১০ ওভার বোলিং করে ৪৭ রান,  কোনো উইকেট নেই। খুব খারাপ বলা যাবে না, অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বোলিং পারফরম্যান্সকে। কিন্তু, পরিসংখ্যানকে সব সময় সত্যি...

ব্যাখ্যাতিত ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের

১০ ওভার শেষে এক উইকে ৬১। ১৫ তম ওভারে একজন ওপেনার মাত্র ৫১ বলে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। ১৬ ওভারেই রান ১০০ ছুঁয়ে গেছে, হাতে...

জোর করে কি আর ভালবাসা হয়!

টানা দুই ওয়ানডে ইনিংসে শূন্যরানে ফিরলেন লিটন দাস। ওয়ানডে দলে তার অন্তর্ভুক্তিতে খানিক সমালোচনার উদ্রেক ঘটেছিল। কিন্তু লিটন বলেই সেই সমালোচনা ডালপালা। তিনি প্রতিভাবান, সে...

লঙ্কান দর্শকদের শান্ত করে দিয়ে শান্তর উল্লাস নৃত্য মঞ্চায়ন

ঘটনাবহুল এক বোলিং স্পেল। বাইশ গজটা যেন আজ বনে গেল নৃত্যের মঞ্চ। প্রথমে নাচলেন তাসকিন আহমেদ। এরপর তার সাথে যুক্ত হলেন নাজমুল হোসেন শান্ত। পার্টটাইমার...

মিরাজকে ‘আক্ষেপ’ ফিরিয়ে দিলেন শান্ত

অধিনায়ক হয়ে ডিআরএস মিস করার যন্ত্রনা কেমন – সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সেই রিভিউ যখন আবার খোদ নাজমুল হোসেন শান্ত...

ভিনটেজ তাসকিন ইজ ব্যাক

অফ কাটারটা বেগতিক হয়ে এসেছিল কামিন্দু মেন্ডিসের সামনে। কামিন্দু বড় এক ড্রাইভ খেলতে চেয়েছিলেন, কিন্তু অতিরিক্ত বাউন্সে বিভ্রান্ত হয়ে পড়ে যান, আর বলটা সহজেই গিয়ে...

পুরনো নাগিন ডার্বির নতুন মোড়ক উন্মোচন

সেই নাগিন নাচও নেই। টাইমড আউট হয়েছে বাসি। নেই নিদাহাস ট্রফির সেই শেষ বলের ছক্কা। নেই প্রতিপক্ষের বুকে ফণা তুলে ওঠা উদযাপন। সাকিব আল হাসানের...

‘স্টার বয়’ ইজ নট আন্ডার প্রেসার!

ছবির মত সুন্দর এক স্টেডিয়াম। রাতের আলোয় অদ্ভুত একটা মায়ায় আবিষ্ট থাকে যেন পুরো আর প্রেমাদাসা। সেখানেই অনেকটা পথ দৌঁড়ে আসলেন তাওহীদ হৃদয়। অনেকটা শূণ্যে...

রিয়াদের ফেলে যাওয়া শূন্যস্থানে বসবেন লিটন!

একদিন আগেই খেলা ৭১ জানিয়েছিল ওপেনিংয়ের ভাবনাতে নেই লিটন কুমার দাস। ঠিক তার পরদিন, সেই বক্তব্যের সত্যতা জানিয়ে দিলেন খোদ মেহেদী হাসান মিরাজ। মিডল অর্ডারেই...

উত্তাল জাহাজের দিশাহীন নাবিক

উত্তাল সাগরের বুকে নতুন নাবিক। ভারত মহাসাগরের ওপরে লঙ্কান দ্বীপে টালমাতাল জাহাজ। ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাঁধে দায়িত্বের শেষ নেই। প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই...

মিরাজ-শান্ত ‘শত্রু’ নন

বাংলাদেশ দলে চলছে পালা পরিবর্তন। সেই পরিবর্তনের ছোয়া ছিল ওয়ানডে দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলনে। নাজমুল হোসেন শান্তর ‘হঠাৎ’ বিদায়ের পর অনেকটা গুমোটা পরিস্থিতির মাঝেই নতুন...

বাংলাদেশের একাদশে একাধিক চমক

ভিন্নরকম পরিকল্পনা করছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে এক গাদা চমক আসন্ন। সবচেয়ে বড় চমক হবে, তাসকিন আহমেদের বিশ্রাম। মাস চারেক পর জাতীয়...

প্রেমাদাসায় বাংলাদেশের নেই কোন প্রেমের গল্প

শ্রীলঙ্কার সবচেয়ে বড় স্টেডিয়াম রানাসিংহ প্রেমাদাসা স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু এই স্টেডিয়ামে বাংলাদেশের পূর্ব অভিজ্ঞতা ভীষণ বাজে। বিশেষ...

তিন ওপেনারে মিউজিক্যাল চেয়ার

বাংলাদেশের ওয়ানডে দলের ওপেনিং ভাবনা থেকে বাদ পড়েছেন লিটন দাস। কেননা ওপেনিং পজিশনের জন্যে এখন পরিকল্পনায় অন্য তিন নাম। তানজিদ হাসান তামিমের সাথে পারভেজ হোসেন...

নতুন রূপে বাংলাদেশের পেস আক্রমণ

আর প্রেমাদাসা স্টেডিয়ামের প্রথম নেট সেশন। লম্বা স্পেলে বোলিং করে গেলেন মুস্তাফিজুর রহমান। শন টেইটের প্রশংসাবানী শোনা গেল। চিৎকার করে বললেন, ‘ওয়েলডান ফিজ!’ ওয়ানডে সিরিজের...

মিসিং লিংক খুঁজে পাবেন সালাহউদ্দীন?

তাওহীদ হৃদয়কে ব্যাটিং স্ট্যান্ট দেখিয়ে দিচ্ছেন। পাশের নেটে গিয়ে আবার রিশাদ হোসেনেরবোলিং গ্রিপ ঠিক করে দিলেন। নেট থেকে ব্যাটিং শেষে মাত্রই উঠে আসা পারভেজ ইমনের...

টেইটের পেসের পাঠশালায় তাসকিনের শুরু

নেটের একপাশে দাঁড়িয়ে অনেকক্ষণ তিনি দেখলেন তাসকিন আহমেদকে। একটু পর তাসকিন রান আপ লাইনে ফিরতেই তার সাথে লম্বা সময় নিয়ে কথা বললেন। বললেন, শুরুতেই বেশি...

ওপেনিং রহস্যের সমাধান হবেন নাইম!

নাঈম শেখের মাথার উপর ঝুলছে শূল। একেবারে পাতলা এক সুতো আপ্রাণ চেষ্টায় আটকে রেখেছে তা। একটু ভুলচুক হলেই খেল খতম। বেশ লম্বা সময় পরে জাতীয়...

শ্রীলঙ্কায় অনুশীলনে বিড়ম্বনার স্বীকার বাংলাদেশ দল

শ্রীলঙ্কায় অনুশীলন নিয়ে বিড়ম্বনার স্বীকার বাংলাদেশ দল। সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে বাংলাদেশ ওয়ানডে দল এসেছিল অনুশীলনে। তবে মাঠ কর্তৃপক্ষ মূল মাঠে অনুশীলনে প্রথমে বাঁধা দেয়।...

বিজয়ের প্রতিটা রানের দাম ৭০ হাজার টাকা!

দুই টেস্টে ২৩ রান। ১৬ লাখ টাকা ম্যাচ ফি। মানে প্রতি রানের দাম প্রায় ৭০ হাজার টাকা! এক রকম মূল্যবানই বলা চলে এনামুল হক বিজয়ের...

লিটন নাকি মিরাজ — নতুন টেস্ট অধিনায়ক কে হবেন?

নতুন টেস্ট অধিনায়ক কে হবেন—মেহেদী হাসান মিরাজ, নাকি লিটন দাস? প্রশ্নটা উঠে গেছে, কারণ অনেকটা ক্ষোভ থেকেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে যিনি-ই...

বাড়িভর্তি মেহমান থাকলে ছেলেপুলেদের পড়ালেখা হয় না!

বাড়িভর্তি মেহমান, উৎসবের মঞ্চ। পারিবারিক মিলন মেলায় মহা সমারোহে চলছে আড্ডা। এর মধ্যে পড়ার টেবিলে মন বসার কথাও নয়। বাড়ির ছোট ছেলেটাও তাই গুবলেট পাকাল।...

নাহিদ রানা কি ওয়ান সিরিজ ওয়ান্ডার!

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ দেখে আপনার হয়ত মনেই হতে পারে, নাহিদ রানা ‘ওয়ান সিরিজ ওয়ান্ডার’। কিন্তু বাস্তবতা ভিন্ন। লঙ্কান ব্যাটারদের চোখেমুখে সেই ভয়ের ছাপ অন্তত নাহিদ...

তাইজুল ঠিকই খুঁজে নিয়েছেন পথ

সাকিব আল হাসানের নাম বাংলাদেশ ক্রিকেটে ফুলস্টপ দিয়েই লেখা যায়। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, সেরা অলরাউন্ডার, সেরা বোলার — সব জায়গায় সাদা পোশাকে একাই রাজত্ব...

প্রিয় প্রতিপক্ষের সামনেও বিপর্যস্ত মুমিনুল

মুমিনুল হকের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কিন্তু এবারের শ্রীলঙ্কা সফর নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন বাংলাদেশি এই তারকা। গল থেকে কলম্বো, বদলায়নি মুমিনুলের গল্প। দারুণ শুরু পেয়েও...

তাইজুলই এখন বাংলাদেশের ‘মেইন ম্যান’

অবশেষে থামানো গেল শ্রীলঙ্কাকে। কৃতীত্ব ওই সেই তাইজুল ইসলামের। আরও একটি ফাইফার তুলে নিয়েছেন বা-হাতি এই স্পিনার। দিনশেষে কলম্বো টেস্টের ফলাফলে এটি ততটাও হয়ত প্রভাবক...

‘কৌশল’ শিখিয়ে গেলেন কুশল

কুশল মেন্ডিসের জন্য মাইলফলক দুয়ারেই ছিল। দারুণ সব স্ট্রোক খেলে তিনি হাঁটছিলেন সেঞ্চুরির পথে। রীতিমত ওয়ানডে মেজাজের ইনিংস। কলম্বোর গরমের সাথে পাল্লা দিয়ে উইকেটে টিকে...

শ্রীলঙ্কাতেই ওয়ানডেতে ফিরবেন সাকিব!

সাকিব আল হাসান খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। এমন একটা গুঞ্জনের পালে হাওয়া লেগেছে হুট করেই। ওয়ানডে সিরিজের আগে তিনি দলের সাথে যুক্ত হবেন। অন্তত...

নাঈমের কি দোষ?

বল হাতে গল টেস্টে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন নাঈম হাসান। সেই নাঈমকে ঠিকভাবে ব্যবহারই করা হল না কলম্বো টেস্টে। কোন এক অজানা কারণে শ্রীলঙ্কার খেলা...

নিশাঙ্কার বাংলাদেশকে পেলেই কি যেন হয়!

শ্রীলঙ্কান এই ক্ষুদে ভক্তের কোনো বিশ্রাম নেই। পুরোটা সময় দলের নাম ধরে চিৎকার করছেন, কখনও বা কোনো ক্রিকেটারের নাম নিচ্ছেন। এক পর্যায়ে বলেই বসলেন, পাথুম...

তাইজুলকে শর্ট বলের শিকার বানাল শ্রীলঙ্কা

বাংলাদেশের টেল এন্ডারদের বিপক্ষে শ্রীলঙ্কার কৌশল ছিল পরিস্কার। আর সেটা হল – একের পর এক বাউন্সার দিয়ে যাওয়া। তাইজুল ইসলাম কিংবা নাহিদ রানা – শ্রীলঙ্কান...

ধনাঞ্জয়ার ‘ব্লাফে’ আটক বাংলাদেশ!

বাংলাদেশ কি তবে ‘ব্লাফ’ এর শিকার? কলম্বো টেস্টের আগের দিন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা অকপটে বললেন তিনি টসে জিতলে ব্যাটিং নেবেন। কলম্বোর উইকেটটি ফ্ল্যাট...

কৌশলেই বিজয়ের পরাজয়

দুটি লাইফ পেয়েও ডাক। আবারও সেই আজব টেকনিকেরই ফাঁদে পড়লেন এনামুল হক বিজয়। লঙ্কান ফাস্ট বোলার আসিথা ফার্নান্দো বিজয়ের সেই দূর্বলতা টের পেয়েছেন, সেটা বুঝেই...

মিরাজ সহ তিন স্পিনার, কপাল পুড়বে কার?

কলম্বো টেস্টে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। শঙ্কামুক্ত নাজমুল হোসেন শান্ত। তাহলে একাদশ কেমন হবে? কে বাদ পড়বেন মিরাজকে জায়গা দিতে গিয়ে? ম্যাচের আগের দিনের অনুশীলন...

জাকের-সোহান, একটি ভিন্ন লড়াই

উইকেটরক্ষকদের প্রতিযোগীতা ক্রমেই বাড়তে শুরু করেছে। সেই রেশ চট্টগ্রাম থেকে শুরু করে কলম্বোর সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ড – সব জায়গাতেই বিদ্যমান! এই লড়াইটা এখন ক্রমেই নেমে...

এবাদতের ছায়াসঙ্গী শন টেইট

ক্লাসের দুই বেস্ট ফ্রেন্ড যেন। যেখানেই যান এক সাথে যান। যাই করেন এক সাথে করেন। কিন্তু, তাঁদেরকে পেশাদার ক্রিকেটের দুনিয়ায় ঠিক বন্ধুত্বের ছকে ফেলা যায়...

অভিষেকে আশরাফুলের শতক, সিংহলিজ স্টেডিয়ামে উজ্জ্বল ইতিহাস

মোহাম্মাদ আশরাফুলের ধুলো জমা এক রেকর্ডের সাথে মিশে আছে সিংহলিস স্পোর্টস ক্লাব স্টেডিয়াম। নিজের টেস্ট অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাকিয়েছিলেন আশরাফুল। শুধু তাই নয়, সর্বকনিষ্ঠ টেস্ট...

কলম্বোতে পেস সহায়ক উইকেট বানাচ্ছে শ্রীলঙ্কা?

একজন থ্রোয়ার র‌্যাকেটের আঘাতে ছুড়ে মাড়ছেন টেনিস বল। ডাক করছেন দীনেশ চান্দিমাল। স্লাব রেখে হঠাৎ লাফিয়ে ওঠা বলে পুল করার চেষ্টায় আছেন পাথুম নিশাঙ্কা। বোঝা...

ফের চোট আক্রান্ত শান্ত!

ফের নাজমুল হোসেন শান্তর হাতে ইনজুরি। প্রথম টেস্টেই তিনি হাতের ইনজুরি আক্রান্ত হয়েছিলেন। তবুও খেলে গেছেন পুরো টেস্ট ম্যাচ জুড়ে। শুধুর খেলে যাননি, পরপর দুই...

গলে দিল্লী ক্যাপিটালসের চোখ ছিল নাহিদ রানায়

ফ্যামিলি নাকি বিজনেস? নাকি ক্রিকেট? গল ফোর্টের রাতের ঝিম ধরা আলোয় মুখে রহস্যজড়ানো এক হাসি রেখে বললেন, ‘ফ্যামিলি, অফকোর্স।’ তবে সে হাসির নিচে চাপা থাকা...

মুস্তাফিজকে আবার চাই দিল্লীর! গলে জমেছে দিল্লীর খেলা!

দিল্লী ক্যাপিটালসেই খেলবেন মুস্তাফিজুর রহমান। সম্ভব হলে তাঁকে আইপিএলের আগামী মৌসুমেই আবার দিল্লীর ডেরায় দেখতে চাইবেন কিরণ কুমার গ্রান্ধী। তখন রাত নেমেছে গলে। ভারত মহাসাগরের...

জেতার ইচ্ছে যেন হাওয়াই মিঠাই

জয়ের জন্যে সবসময় চিন্তা ছিল বাংলাদেশের। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এই কথা আর কাজের সাথে রয়েছে বড্ড বেমামান। অবশ্য নিজেদের পরিকল্পনার পক্ষেও যুক্তি দাঁড় করিয়েছেন...

আফসোস আর আক্ষেপের অ্যাপ্রোচ

আফসোস, আক্ষেপ আর বাংলাদেশের নেতিবাচক আপ্রোচের মোড়কে লেপ্টে শেষ হল গল টেস্ট। ১২ বছর পর ড্র দেখল গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অথচ হতে পারত প্রাপ্তির...

আট রানে থামল আঠার বছরে যাত্রা

অ্যাঞ্জেলো ম্যাথুস — শ্রীলঙ্কান ক্রিকেটের এক মহীরুহ, বিদায়ী টেস্ট ইনিংসে থামলেন মাত্র ৮ রানে। তবে, এটা কোনো দু:খ ভারাক্রান্ত বিদায় নয়। এ যেন এক বিদায়ের...

দলীয় চাহিদা মিটিয়েছেন সাদমান

টেস্টে সাদমান ইসলামের স্ট্রাইক রেট ৪৬ কি ৪৭। গলের দ্বিতীয় ইনিংসে তিনি রান তুলেছেন ৬০-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে। আসলে স্ট্রাইক রেটটা ছিল প্রায় ৭০...

নো মোর বিজয়!

আসবেন, ইনিংসের সূচনা করবেন, উইকেটের পেছনে ক্যাচ তুলে বিদায় নেবেন – এই যেন এখন এনামুল হক বিজয়ের নিয়তি। গল টেস্টে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও...

নাঈম এই একটা সুযোগই চেয়েছিলেন

দেশের বাইরে তাঁর একদমই খেলার সুযোগ হয় না। সাত বছরের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম নামলেন ভিনদেশের কন্ডিশনে। ঐতিহাসিক ভাবেই নাকি গলের উইকেট স্পিনারদের হাত ভরে...

বিপিএল নিয়ে অনিহা বোর্ড সভাপতির!

২০২৫-২৬ বিপিএল আসর আয়োজনের পক্ষে ছিলেন না নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত বিপিএলে বিতর্কিত সব কর্মকাণ্ডের ভয়েই কি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি! বাংলাদেশের...

শক্ত করে বালু ধরতে গিয়ে, শূন্য হাত বাংলাদেশের!

বাংলাদেশকে সম্ভবত একটু বাড়তি আত্মবিশ্বাস পেয়ে বসেছিল। ম্যাচের লাগাম ছুটে যেতে দেখেও পরিকল্পনায় বদল নিয়ে আসবে যেকোন দল। কিন্তু তৃতীয় দিনের তৃতীয় সেশনের শেষভাগ ছাড়া...

তুই শুধু ব্যাটিং কর!

হলুদ জার্সির অজিরা তখন বিশ্বক্রিকেটে আতঙ্কের নাম। বাংলাদেশের মত দূর্বল শক্তির দলের কাছে তো এই আতঙ্ক কয়েকগুণ বেড়ে মহা আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। অজিদের বিপক্ষে...

একটি জুম মিটিং ও একজন অধিনায়ক বদল

বাংলাদেশ ক্রিকেটে চলছে জমজমাট নাটক। গলে নয়, নাটকের শুরু হয়েছে ঢাকা থেকেই। পেশাদারিত্ব আর খেলোয়াড়দের প্রতি সম্মান—এই নিয়ে যত কথাই হোক না কেন, দেশ থেকে...

রিভার্স সুইংয়ের ভরসাতেই রয়েছে বাংলাদেশ

শেষ বিকেলে বাংলাদেশ উইকেট হারিয়েছে পাঁচটি। সংগ্রহ এখনও হয়নি পাঁচশো। এর মূল কারণ পুরনো বলে শ্রীলঙ্কান বোলারদের রিভার্স সুইং। তাতেই বরং দ্বিতীয় দিনের শেষ বেলায়...

ইনটেন্টই লিটনের ইউএসপি

বড় ভিত্তিতে দাঁড়িয়ে রানপ্রসবা উইকেটে যা করা দরকার সেটাই করছিলেন লিটন দাস। গলে সিরিজের প্রথম টেস্টে ব্যাট চালালেন ওয়ানডের গতিতে। ১২৩ বলে নব্বই রান করেন।...

বিবর্তনবাদের প্রতীক মুশফিক

টেস্টে ধৈর্যের প্রতীক বলতে যা বোঝায়, মুশফিকুর রহিম ঠিক তাই। যদিও, টেস্ট ক্রিকেটে ‘আধুনিক গ্রেট’দের নিয়ে আলোচনা হলে তাঁর নামটাই বাদ পড়ে। মুশফিকের টেস্ট ক্যারিয়ারটা...

টেস্টের ‘বিরল’ রত্ন রত্নায়েকে

সকালের সেশনে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন লঙ্কান সব্যসাচী থারিন্দু রত্নায়েকে। ৪৫ রানের মধ্যে বাংলাদেশের যে তিনটা উইকেট যায় – তাঁর দুইটাই নেন দুই হাত দিয়ে বোলিং...

যেখানে চাপ, সেখানেই দাঁড়িয়ে যান মুশফিক

নব্বইয়ের ঘরে আটক ছিলেন অনেকক্ষণ। ৯৮ থেকে তিন অংকের ম্যাজিকাল ফিগারে পৌঁছাতে বেশ খানিকটা সময় দিলেন। গলের আকাশ তখন অন্ধকার হয়ে আসছে। আম্পায়াররাও তাড়া দিচ্ছে,...

মহসিন কামাল ও ‘সিধা খেলো ভাই’ দর্শন

বিসিবি তাই এরপর হাঁটে উপমহাদেশীয় কোচের দিকে। ক্যারিবিয়ান গ্রেট অ্যান্ডি রবার্টস কিছুদিন অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালনের পর আসেন দুই পাকিস্তানি - মহসিন কামাল ও...

মনের জটে আটক মুমিনুল?

গলের নেট থেকে বের হচ্ছেন মুমিনুল হক। চোখে মুখে ক্লান্তির ছাপ। কিন্তু, মুখে হাসি। সেই হাসির মধ্যেও একধরণের অস্বস্তি আছে। আছে একটা চাপা কষ্ট। সদ্যই...

তিনি পুরো দলের ‘মুশতাক ভাই’

তিনি পুরো দলের ‘মুশতাক ভাই’। স্পিনারদের দায়িত্ব নিয়ে এসেছিলেন, কিন্তু এখন পেসার, ব্যাটার, এমনকি ক্যাপ্টেনের ছায়াসঙ্গী তিনিই। এই পাকিস্তানি লেগস্পিন গ্রেট এমনই এক চরিত্র, যিনি...

গল টেস্ট মানেই ফলাফল আসতে বাধ্য

গলে গেল ১২ বছরে কোন টেস্ট ড্র হয়নি। শেষবার মুশফিকুর রহিমের দ্বিশতকের কল্যাণে বাংলাদেশ ড্র করেছিল গল টেস্ট। এরপর কেটে গেছে প্রায় এক যুগ। এই...

শ্রীলঙ্কলার কলম্বো ওভালে চির অমলিন আশরাফুল-সাকিব

শ্রীলঙ্কার কলম্বো ওভাল, এখন অবশ্য পরিচিত পি সারা ওভাল নামে। আন্তর্জাতিক এই ভেন্যুতে হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। স্বাভাবিকভাবেই তাই শতক হাঁকানো কিংবা পাঁচ উইকেট পাওয়া...

রিয়াদের সেই ছক্কা ভুুলেননি লঙ্কান অটোচালক

নিদাহাস ট্রফির সেই ছক্কার কথা মনে আছে? মাহমুহউল্লাহ রিয়াদ সেই রাতে ইসুরু উদানাকে মাটিতে নামিয়েছিলেন। কাঁদিয়েছিলেন গোটা শ্রীলঙ্কাকে। সেই ম্মৃতি বাংলাদেশিদের ভুলে যাওয়ার খুব একটা...

মুখরোচক