ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আগামী মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। করোনার জন্য সেখানে কঠোর প্রটোকল মেনে চলতে হবে ক্রিকেটারদের। আর তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ড সফরে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে নয়; আইসোলেশনে থাকতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। কারণ করোনার প্রোকোপ নিয়ন্ত্রণ করতে নিউজিল্যান্ডে বিধিনিষেধ অন্য দেশের তুলনায় একটু বেশীই। সফরের আগে ক্রিকেটাররা করোনার ভ্যাকসিন নিলেও তাই নিয়মে কোন ছাড় দেবে না নিউজিল্যান্ড।
গত বছরের শেষের দিকে প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরেছে ক্রিকেটাররা। দুটি টুর্নামেন্টই ক্রিকেটাররা জৈব সুরক্ষা বায়ো বাবলে থাকার পর চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দীর্ঘ দিন হলো বায়ো বাবলে আছেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ডে গিয়েও বায়ো বাবলে থাকতে হবে ক্রিকেটারদের। তাই বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান উদ্বিগ্ন ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে।
তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা গিয়ে আইসোলেশনে থাকবে। এই কোভিড পরিস্থিতিতে আইসোলেশনে থাকা মানসিকভাবে খুব কঠিন। একে তো খেলার দুশ্চিন্তা, তার মধ্যে আবার এমন মানসিক চাপ।’
আকরাম খান আরো জানিয়েছেন মানসিক চাপ একটু কাটিয়ে উঠতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই ছুটি দেওয়া হবে ক্রিকেটারদের। নিউজিল্যান্ডে যাওয়ার আগে দেশের মাটিতে আর করা হবে না অনুশীলন ক্যাম্প।
আকরাম খান বলেন, ‘সবসময় কোয়ারেন্টিন বা বায়োবাবলে রাখা খেলোয়াড়দের জন্য খুব কঠিন। এই সিরিজ শেষ হলে ওদের ছুটি দিবো এরপর হয়ত এখান থেকে নিয়ে ওখানে ট্রেনিং দিবো।’
তবে দেশের মাটিতে অনুশীলন ক্যাম্প না করলেও নিউজিল্যান্ডে গিয়ে ক্রিকেটারদের পর্যাপ্ত অনুশীলন করার সুযোগ করে দিতে চায় বিসিবি। পর্যাপ্ত অনুশীলন করার জন্যই আলোচনা করে ইতোমধ্যে সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহ।
তিনি বলেন, ‘আমরা আলোচনা করে নিউজিল্যান্ডকে বলব যাতে প্লেয়াররা আরেকটু বেশিদিন অনুশীলন করতে পারে আরেকটু বাড়তি সুযোগ সুবিধা পায়। ওরা আমাদের দুইটা অপশন দিয়েছিল। আমরা ম্যানেজম্যান্টের সঙ্গে বসে অপশন বি বেছে নিয়েছি। এই জন্য ওরা খেলাটা পিছিয়েছে।’
চলতি মাসের ২৪ তারিখে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের আইসোলেশনে থাকার পর কুইন্সটাউনে পাঁচ দিনের ট্রেনিং ক্যাম্প করবে বাংলাদেশ। ২০ মার্চ থেকে শুরু হবে সিরিজ।
ওয়ানডে সিরিজের সূচি:
২০ মার্চ : ১ম ওয়ানডে – ডানেডিন
২৩ মার্চ : ২য় ওয়ানডে – ক্রাইস্টচার্চ
২৬ মার্চ : ৩য় ওয়ানডে – ওয়েলিংটন
টি-টোয়েন্টি সিরিজের সূচি:
২৮ মার্চ : ১ম টি-টোয়েন্টি – নেপিয়ার
৩০ মার্চ : ২য় টি-টোয়েন্টি – অকল্যান্ড
০১ এপ্রিল : ৩য় টি-টোয়েন্টি – হ্যামিল্টন