ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের রেকর্ড ভালো না হলেও পেসার তাসকিন আহমেদ আশাবাদী আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ভালো করবে বাংলাদেশ।
তবে দেশের মাটিতে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করা যে সহজ হবে না এই কঠিন বাস্তবতাও জানা রয়েছে তাসকিনের। এই পেসার মনে করেন সবাই সক্রিয় থেকে শতভাগ উজাড় করে দিলে তবেই ভালো করার সম্ভাবনা থাকবে বাংলাদেশের।
তাসকিন বলেন, ‘সবসময় অনেক চ্যালেঞ্জিং হয় বাইরে থেকে যারাই খেলতে যায় ওদের কন্ডিশনে ওদের সঙ্গে। ওইখানে ভালো করতে হলে আসলে সহজে কোনো কিছু পাওয়া সম্ভব না বোলার, ব্যাটসম্যান দুজনের জন্যই। কারণ ওদের কন্ডিশনে সবসময় ওরাই ফেভারিট থাকে এবং কঠিন হয় প্রতিপক্ষ দলের জন্য। তবে আমাদের শতভাগ তো দিতেই হবে সঙ্গে সক্রিয় থাকতে হবে।’
২০১৫ সালের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করেছিলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাসকিন আহমেদ। ২০১৭ সালে আরেক বার নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন এই পেসার। দুই বছর আগেও নিউজিল্যান্ডে সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ জানিয়েছেন এবার ভালো করতে তাঁরা কাজে লাগাবেন আগের অভিজ্ঞতাকে।
তিনি বলেন, ‘তো আমাদের জন্য একটু কঠিন হয়। আসলে নিউজিল্যান্ডে এর আগেও আমি দুইবার খেলেছি। বিশ্বকাপ খেলেছি এবং নিউজিল্যান্ড সিরিজ খেলেছি। আমি আশাবাদী কারণ আমরা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে বিশ্বকাপ ইভেন্টগুলো খেলেছিলাম। তখন কিন্তু অনেক ভালো উইকেট ছিল ব্যাটিং এবং বোলিংয়ের জন্য। সেরকম যদি স্পোর্টিং উইকেট হয় তাহলে আমাদের ভালো করার সুযোগ থাকবে।’
উপমহাদেশের উইকেটের থেকে নিউজিল্যান্ডের উইকেট গুলো একটি বেশি বাউন্সিং; এবং মাঠে থাকে প্রচন্ড বাতাস। বাতাসের সাথে অভ্যাস্ততা না থাকার কারণে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে সমস্য হয় সফরকারী দল গুলোর। তবে তাসকিন আহমেদ জানিয়েছেন চ্যালেঞ্জিং কন্ডিশনে মানিয়ে নিবেন তাঁরা; এটাকে অযুহাত হিসাবে দাঁড় করাতে চাননা তিনি।
এই পেসার বলেন, ‘না মানে সব সময় ধীরগতির এবং হালকা বাউন্স খেলার অভ্যাস থাকে আমাদের তো ওইখানে দেখা যাবে অতিরিক্ত বাউন্স এবং তাড়াতাড়ি মুভমেন্ট করতে পারে। ওইটাই আরকি চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক সময় যে মানিয়ে নেয়া। প্রচণ্ড বাতাস থাকে। যে বাতাসটা নিউজিল্যান্ডে আসলে ফিল্ডিং করার সময় বা বোলিংয়ে রানআপের সময় বা ব্যাটিংয়ে ফোকাস করতে সমস্যা হয়। কিন্তু এগুলা আসলে কোনো কারণ হতে পারে না। এগুলা নিয়েই আমরা চেষ্টা করব মানিয়ে ভালো করার।’
- নিউজিল্যান্ড সিরিজে বাংলদেশ দল
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাইম শেখ, তাসকিন আহমেত, মোহাম্মদ আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
সিরিজের পূর্ণাঙ্গ সূচি
- ওয়ানডে
২০ মার্চ: প্রথম ওয়ানডে – ডানেডিন
২৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে – ক্রাইস্টচার্চ
২৬ মার্চ: তৃতীয় ওয়ানডে – ওয়েলিংটন
- টি-টোয়েন্টি
২৮ মার্চ: প্রথম টি-টোয়েন্টি – নেপিয়ার
৩০ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি – অকল্যান্ড
০১ এপ্রিল: তৃতীয় টি-টোয়েন্টি – হ্যামিল্টন