নিন্দুকেদের দাবি, অধিনায়ক হওয়ার পর পারফরম্যান্স কিংবা ধারাবাহিকতাটা আগের মত নেই। তবে, নাজমুল হোসেন শান্ত আর্থিক ভাবে নি:সন্দেহে বেশ লাভবানই হচ্ছেন বলা যায়।
বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার এখন জাতীয় দলের তিন ফরম্যাটের এই অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিনায়কের পারিশ্রমিক বাড়ানোয় অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে গেছেন শান্ত।
সর্বশেষ বোর্ড সভায়, অধিনায়কের পারিশ্রমিক ৪০ হাজার থেকে ১ লাখ করা হয়েছে। বর্তমানে তিন ফরম্যাটেই খেলেন শান্ত। ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে প্রতি মাসে ৭ লাখ ৯০ হাজার পারিশ্রমিক পান শান্ত।
এবার অধিনায়ক হিসেবে অতিরিক্ত আরও ১ লাখ টাকা পারিশ্রমিক পাবেন তিনি। এতে প্রতি মাসে শান্ত সর্বমোট পাবেন ৮ লাখ ৯০ হাজার টাকা। তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবে সাকিবের পারিশ্রমিক ৭ লাখ ৯০ হাজার টাকা।
তিন ফরম্যাটের অধিনায়ক হলেও, শুধুমাত্র একটি ফরম্যাটের পারিশ্রমিক পাবেন শান্ত। এ বছর ক্রিকেটারদের বেতন বাড়ানো না হলেও ম্যাচ ফি ও অধিনায়কের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। টেস্ট ম্যাচ ফি ৬ লাখ থেকে ৮ লাখ, ওয়ানডেতে প্রতি ম্যাচ ফি ৩ লাখ থেকে ৪ লাখ এবং টি-টোয়েন্টিতে ২ লাখ থেকে আড়াই লাখ করা হয়েছে।
যদিও, মাঠে সময়টা ভাল যাচ্ছে না শান্তর। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের নিষ্প্রাণ ছিল তাঁর ব্যাট। চার ইনিংসের কোনোটাতেই বলার মত রান করতে পারেননি তিনি। দেখা যাক, এবার পারিশ্রমিক বাড়ার এই খবরে নতুন করে তিনি জ্বলে উঠতে পারেন কি না!