জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর, হলেন দল ছাড়া। আর তামিম ইকবাল খান এবার ছাড়লেন ঘরোয়া ক্রিকেটের অধিনায়কত্ব।
গত বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কর্মকর্তা জানান, তামিম ইকবাল অধিনায়কত্ব থেকে সরে এসেছেন। ব্যক্তিগত কারণেই এই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন সেই কর্মকর্তা।
টপ অর্ডার ব্যাটার জাকির হাসান আবাহনী লিমিটেডের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্ব দেন। টুর্নামেন্টের শুরু থেকেই নেতৃত্ব দিয়ে আসা তামিমকে না দেখে সবাই খানিকটা অবাকই হয়েছিলেন।
প্রাইম ব্যাংকের সেই কর্মকর্তা বলেন, ‘তামিম অধিনায়কের পদ থেকে সরে এসেছে। আমরা তাঁর পরিবর্তে জাকির হাসানকে দায়িত্ব দিয়েছি। ভবিষ্যত নেতৃত্ব গোছানোর জন্যই জাকিরকে এই দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।’
এটা বোঝা যাচ্ছিল যে, তামিম অন্য যেকোন কিছুর চেয়ে নিজের খেলাটা উপভোগ করতে চাইছেন। তাই তিনি দলের অধিনায়কত্ব থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এই মৌসুমে তামিম প্রাইম ব্যাংকের হয়ে ১০ টি ম্যাচ খেলেছে। যেখানে তিনি ৪০.৪০ গড়ে , ৭৭.৯৯ স্টাইক রেটে মোট ৪০৪ রান করেন। উল্লেখ্য তিনি এই ১০ ম্যাচে পাঁচ বার অর্ধ-শতকের দেখা পান।