রোহিতদের আলাপের ‘সবকিছুই মিথ্যা’

গত কিছুদিন যাবত মিডিয়া পাড়ায় ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ মিটিংয়ের গল্প। তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা সব গুজবকে উড়িয়ে দিয়ে মিথ্যা গল্প বলে দাবি করলেন।

সম্প্রতি ভারতের অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক অজিত আগারকারের মধ্যে দুই ঘণ্টা ব্যাপী একটি মিটিং অনুষ্ঠিত হয়। যেখানে প্রাথমিকভাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা করে নিতে হার্দিক পান্ডিয়াকে নিয়মিত বোলিং করানো এবং বিরাট কোহলিকে উদ্বোধনী জুটিতে রাখার বিষয়ে আলোচনা করা হয়।

তবে রোহিত এই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। সেই সাথে ভক্তদের সতর্ক করে দেন। এমন কোনো কিছু বিশ্বাস না করতে আহ্বান জানান যা সরাসরি তাঁদের থেকে আসেনি। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি কারো সাথেই এখনো দেখা করিনি। অজিত দুবাইয়ের কোনো জায়গায় গলফ খেলতে ব্যস্ত এবং রাহুল ব্যাঙ্গালুরুতে তার সন্তানের খেলে দেখছেন।’

মিটিংয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি আরো বলেন, ‘সত্যিকার অর্থে আমদের কারোরই একে অপরের সাথে দেখা হয়নি। বর্তমান সময়ে এমন কিছুই বিশ্বাস করা উচিত নয়, যা কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ থেকে আসেনি। কেননা, বাকি সবকিছুই মিথ্যা।’

এই মৌসুমে রোহিতের পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব দেয়া হয়। তবে সেই ভরসার প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন হার্দিক। ওভার প্রতি ১২ রান দিয়ে উইকেট নেন মাত্র ৩ টি। কারণ হিসেবে গত মৌসুমে গুজরাট টাইটান্সের হয়ে অনিয়মিত বোলিংকে উল্লেখ করা যেতে পারে।

অপরদিকে বেশ কিছুদিন আগেও বিরাট কোহলিকে নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। তবে বিরাটের ব্যাট তাঁর জবাব ঠিকই দিয়ে যাচ্ছে। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছে সবার উপরে।

ভারতের স্কোয়াড নিয়ে রহস্যের শেষ নেই। তবে এই মাসের শেষের দিকে অথবা মে মাসের শুরুতে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআিই) দিতে পারে সেই রহস্যের সমাধান। ঘোষণা দিতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link