চলমান বছরে এখন অবধি সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড কার? নিশ্চয়ই, মনে মনে লিওনেল মেসির কথাই ভাবছেন। না, লিওনেল মেসির চেয়েও এগিয়ে আছেন চারজন। এর মধ্যে একজন আবার তাঁরই স্বদেশি।
মেসিকে নিয়ে এই আলোচনার কারণ, তিনি ইন্টার মিয়ামির হয়ে এক ম্যাচ পাঁচটি অ্যাসিস্টের অনবদ্য কীর্তি গড়েছেন। মেজর লিগ সকারেই সেটা অনন্য এক রেকর্ড। আবার টানা ছয় ম্যাচে অ্যাসিস্ট করে মেসির অর্জনের মুকুটে আরেকটা পালকই যোগ হল।
স্বাভাবিক ভাবেই, এরপর থেকে অ্যাসিস্ট নিয়ে হচ্ছে বিস্তর আলোচনায়। তবে, বাৎসরিক অ্যাসিস্টের তালিকায় সবার ওপরে মেসি নন, আছেন কেভিন ডি ব্রুইনা।
ম্যানচেস্টার সিটির এই বেলজিয়ান প্লে-মেকার চলতি বছর অ্যাসিস্ট করেছেন ১৫ টি। অন্যদিকে মেসির অ্যাসিস্ট ১১ টি।
চলতি মৌসুমে সিটির সাফল্যের বড় রূপকার ব্রুইনা। কোচ পেপ গার্দিওলা তো তাঁকে ‘সিটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার’ বলেও দাবি করেছেন।
মেসি ও ব্রুইনার মাঝে আছেন আরও তিনজন। সবার আগে মরক্কোর ওসামা ইদ্রিসি। তিনি ১৩টি গোল করেছেন। গেল গ্রীস্মে মেক্সিকান লিগের দল পাচুয়া-তে যোগ দেওয়ার পর থেকেই আছেন দারুণ ফর্মে।
১২ টি করে অ্যাসিস্ট আছে দু’জনের। এর মধ্যে ন্যাপোলি ফেরত ড্রাইয়েস মের্টেন্স দারুণ সময় কাটাচ্ছেন গ্যালাতাসারেতে। ২৫ টা গোলে অবদান আছে তাঁর। এর মেধ্য গেল সাত ম্যাচেই আছে সাতটি অ্যাসিস্ট করেছেন।
১২ টি অ্যাসিস্ট করেছেন মেসির স্বদেশি বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া। পর্তুগিজ দল বেনফিকায় অবশ্য তাঁর সময় ফুরিয়ে এসেছে। শোনা যাচ্ছে, দ্রুতই জুটি বাঁধবেন মেসির সাথে। যোগ দেবেন ইন্টার মিয়ামিতে।
মিয়ামিতে মেসির সাথে আগে থেকেই আছেন সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজ। এবার মারিয়াও যোগ দিলে তো রীতিমত সোনায় সোহাগা।