বিশ্ব ক্রিকেটের আর্থিক স্বচ্ছলতা যেন টিকেই আছে এক দ্বৈরথের উপর। ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ মানেই টান টান উত্তেজনা। সেই উত্তেজনা ২২ গজ থেকে ছড়িয়ে যায় স্টেডিয়ামের গ্যালারিতে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই মুখোমুখী হবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। তবে কে পাবে জয়ের স্বাদ? ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানালেন চাপহীন ক্রিকেট খেললেই জিতে যাবে ভারত।
আগামী ৯ জুন নিউ ইয়র্কে বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত -পাকিস্তান। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারায় ভারত। তাই তো রোহিত শর্মা-বিরাট কোহলিরা চাইবে তাদের শেষ বিশ্বকাপেও জয়ের সেই ধারা অব্যাহত রাখতে।
সৌরভ গাঙ্গুলি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের রেকর্ড বরাবরই বেশ ভালো। তবে ওয়ানডে থেকে টি-টোয়েন্টিতে পাকিস্তান একটু বেশিই বিপদজ্জনক। তারা যখন ভারতে এসেছিল, তাদের অনেক সহজেই হারিয়েছি।’
তিনি আরও বলেন, ‘যদি তারা চাপহীন ভাবে খেলতে পারে, তবে তারা সবার চেয়ে সেরা হতে পারবে। তবে যদি চাপমুক্তভাবে খেলে। আমি বারবারই চাপহীন থাকার কথা বলছি। কেননা গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপহীন ভাবে খেলতে পারেনি। বাড়তি কিছু চিন্তা না করে, শুধু নিজেদের খেলাটা খেলতে পারলেই ভারতের জয় সুনিশ্চিত।’
এবারের বিশ্বকাপে ভারতের দলে রয়েছে তরুণ এবং অভিজ্ঞতার সংমিশ্রণ। তাইতো সৌরভ গাঙ্গুলির মতে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারত। তাছাড়া যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেটও বেশ ব্যাটিং বান্ধবই মনে করছেন ভারতের সাবেক এই অধিনায়ক।
তাছাড়া ভারতের ওপেনিং জুটির জন্য সৌরভের পছন্দ রোহিত শর্মা আর বিরাট কোহলিকে। তিনি বলেন, ‘রোহিত শর্মা এবং বিরাট কোহলিকেই ভারতের হয়ে ওপেনিং ব্যাটিংয়ে নামা উচিত। বিরাট এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ দারুণ সময় কাটিয়েছে।’
ভারত-পাকিস্তানের ম্যাচের যতই ঘনিয়ে আসছে, উত্তেজনার পারদ ততই বৃদ্ধি পাচ্ছে। এ লড়াই শুধুই একটি ম্যাচ জেতার লড়াই নয়। ভারত-পাকিস্তানের প্রতি ম্যাচেই মিশে থাকে অস্তিত্ব আর সম্মান। তাইতো কোচ, খেলোয়াড় কিংবা দর্শক- সমালোচক সবার অপেক্ষা এখন সেই ম্যাচের জন্য। কে জিতবে সম্মানের মুকুট আর কারা পাবে পরাজয়ের স্বাদ?