সময়টা বেশ খারাপ যাচ্ছে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। রোহিতকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর থেকেই যেন খারাপ ভাগ্য তার পিছু ছাড়ছে না। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে প্রথম মৌসুম শেষ করছেন তলানিতে থেকে। ব্যাটে বলেও রাখতে পারেননি বিশেষ অবদান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ভাল প্রদর্শনী না করতে পারলেও বিশ্বকাপ দলে সহ-অধিনায়ক হিসেবে জায়গা হয় পান্ডিয়ার। যার ফলে বেশ বিতর্কের সৃষ্টি হয়। ২০১৮ থেকে চোটপ্রবণ হওয়া সত্ত্বেও বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তির তালিকায় তাকে গ্রেড এ তে ধরে রাখা হয়।
২০২৩ ওয়েনডে বিশ্বকাপের পর গোড়ালির চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাহিরে ছিলেন তিনি। এরপর শুধু আইপিএলেই খেলেছেন তিনি। তবে নি:সন্দেহে ভারত শিবিরে পান্ডিয়ার পরিস্থিতি অত্যন্ত যত্ন সহকারে পরিচালনা করা হচ্ছে।
কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি খেলোয়াড় এবং দলের একমাত্র সত্যিকারের সীম-বোলিং অলরাউন্ডারের মধ্যে থেকে সেরাটা পেতে আগ্রহী থাকবেন।
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ভাবা হয় হার্দিক পান্ডিয়াকে। অনেক সময় খাদের কিনারা থেকে দলকে জিতিয়েছেন তিনি। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং তিন বিভাগেই বেশ পারদর্শী হার্দিক।
সম্প্রতি খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও ভারতের অনেক জেতা ম্যাচের নায়ক তিনি। তাই তো ভারতীয় দলের পরিচালকরা তার প্রতি আস্থা রেখেছেন। তিনিও চাইবেন আসন্ন বিশ্বকাপে ভাল খেলে তাদের ও ভক্তদের আস্থার প্রতিদান দিতে।