হার্দিক নাকি দুবে, কপাল খুলবে কার?

দুই জনই অলরাউন্ডার, তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইজনের ভারতের একাদশে জায়গা পাওয়া কঠিন। আর জায়গা পেলেও তাঁদের দেওয়া হবে আলাদা দায়িত্ব। তাঁরা, সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং শিভাম দুবে। ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান সম্প্রতি জানান আসন্ন বিশ্বকাপে এই দুইজনের থাকতে পারে ভিন্ন ভিন্ন দায়িত্ব।

২০০৭ সালের বিশ্বকাপজয়ী ইরফান পাঠান বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপে  হার্দিক কিংবা দুবে উভয়েই পাবেন নিজেদের সক্ষমতা প্রমানের সুযোগ। হার্দিককে আসরের প্রথম দিকে দেখা গেলেও, দুবেকে দেখা যেতে পারে নক আউটের পর্বে। তবে প্রথম একাদশে কাকে রাখা উচিত তা নিয়ে এখনও আলোচনা চলমান।

পান্ডিয়া এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খুবই বাজে সময় কাটান। তিনি মোটে রান করেছেন ২১৬। অন্যদিকে, দুবে মোট ৩৯৬ রান করেন, যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬২’র উপরে। আর সাথে ছিল তিনটি অর্ধ-শতক।

দলের অবস্থা নিয়ে পাঠান বলেন, ‘ভারতের জন্য সুপার এইটে যাওয়ার আগে সুযোগ রয়েছে নিজেদের ঝালাই করে নেয়ার। সেরা ফিনিশারের কথা বললে, আমার মনে হার্দিক পান্ডিয়া এবং শিভাম দুবে ভিন্ন দায়িত্ব পালন করবে। হার্দিকের দায়িত্ব হতে পারে ম্যাচ শেষ করা। আর দুবেকে দেখা যেতে পারে অনেকটা অধারাবাহিকভাবে। অন্তত প্লে অফের জন্য।’

হার্দিকের বর্তমান অবস্থা নিয়ে ইরফান বলেন, ‘আমরা হার্দিকের ব্যাটিংয়ের নাজুক অবস্থা সম্পর্কে জানি। এমনটা হয়েছে কারণ সে খুব সম্ভবত আগে ব্যাটিং করতে চায়। গত দেড় বছর যাবত তাঁর ব্যাটিং ধারাবাহিকভাবে খারাপের দিকে গিয়েছে। আমি মনে করি সময়ের সাথে সাথে তাঁকে নিজের কৌশলও পরিবর্তন করতে হবে।’

পান্ডিয়া মোট ১১ উইকেট পান এবারের আইপিএলে। যেগুলোর বেশির ভাগই এসেছে আইপিএলের শেষের ম্যাচগুলোতে। এই বিষয়ে ইরফান পাঠান বলেন, ‘যদি পান্ডিয়া বল করে, তবে তাকে আইপিএলের শেষ ভাগে এসে যেভাবে বল করেছে, সেভাবে বল করা উচিত। আমার বিশ্বাস সে তাঁর সব সমস্যা খুব দ্রুতই করে ফেলবে।’

হার্দিক পান্ডিয়া কিংবা শিভাম দুবে, উভয়ের থেকেই দুর্দান্ত কিছু ইনিংস প্রত্যাশা করছে ভারতের ক্রিকেট ভক্তরা। তাইতো সুযোগ পেলে তাঁদের কেউই তা হাত ছাড়া করতে চাইবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link