শরফুদ্দৌলা, মিস্টার ফিফটি

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ারের তকমাটা এখন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের দখলে। তিনি  আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন এবারে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। যা ছিল তাঁর আম্পায়ারিংয়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-টোয়েন্টিতে ৫০ তম ম্যাচ।

অর্থাৎ আম্পায়ারিংয়ের জগতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের অর্ধ-শতক তুলে নিয়েছেন সৈকত। আবার এখন পর্যন্ত বাংলাদেশের ম্যাচে ছিলেন সবমিলিয়ে ৪৯ বার। যেখানে আগের ৩৩ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও ১৬ ম্যাচেই ছিলেন টিভি আম্পায়ার। সামনে আম্পায়ার হিসেবে বাংলাদেশের ম্যাচ পেলে হবে আরেক ফিফটিও। আম্পায়ারিংয়ের জগতে নিজের সীমানা বৃদ্ধিই করে যাচ্ছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ১৮ বারের মত টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন সৈকত। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ারিংয়ের সংখ্যাটা ৪৯ এর কোঠায় এসে থমকে ছিল তাঁর। অনেকটা ছক্কা মেরে শতক পূরণের মতোই নিজের আম্পায়ারিয়ের অর্ধ-শতক পূরণ করলেন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে।

দীর্ঘ দুই যুগ ধরে আইসিসির ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ করলেও, সেখানে ছিল না কোনো বাংলাদেশি আম্পায়ার। সৈকত তা পূরণ করেন গত বছরের ওয়ানডে বিশ্বকাপে। আবারে এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপেও পূরণ করেন প্রথম বাংলাদেশি আম্পায়ারের কোঠা।

সবকিছু ঠিক থাকলে ভারত-পাকিস্তানসহ বিশ্বকাপের গ্রুপ পর্বে আটটি ম্যাচ পরিচালনা করবেন সৈকত । ভারত ও পাকিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। সব মিলিয়ে চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ার, দু’টি করে ম্যাচে টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার হয়ে ম্যাচ পরিচালনার সাথে যুক্ত থাকবেন তিনি।

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বাংলাদেশের গর্ব। বিশ্ব মঞ্চে ২২ গজে দাঁড়িয়ে পালন করেন আম্পায়ারিংয়ের মত গুরুদায়িত্ব। আর এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দলের পাশাপাশি বাংলাদেশের নামটাও বয়ে বেড়াবেন নিজের মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link