দুর্দান্ত এক ইনিংস দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেন যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্স। বিশাল সব ছক্কার দেখা মিলে তাঁর এই ইনিংস। অ্যারন জোন্সের বিধ্বংসী এক রূপই দেখলো ক্রিকেট বিশ্ব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র । টসে জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে তাঁদের হতাশায় ফেলে পাহাড়সম ১৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কানাডা।
সেই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় যুক্তরাষ্ট্র। ওপেনিং ব্যাটাররা ইনিংসের শুরুতে নিজেদের উইকেট বিলিয়ে দেন কানাডার বোলারদের কাছে। তবে অ্যাারন জোন্স এবং আন্দ্রিস গাউস যুক্তরাষ্ট্রের রানের চাকাকে সচল রাখতে থাকেন।
তাঁদের একের পর এক চার আর ছক্কায় বেসামাল হয়ে পড়ে কানাডার বোলাররা। তাঁরা কানাডার জেরেমি গর্ডনের এক ওভার থেকেই আদায় করেন ৩৩ রান। ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ তালু-বন্দি করতে ব্যর্থ হন।
২২ বলেই অর্ধ-শতক তুলে নেন অ্যারন জোন্স। ডান হাতি এই ব্যাটার ৪০ বলে ২৩৫ স্ট্রাইক রেটে করেন ৯০ রান। আর তিনি তাঁর এই বিধ্বংসী ইনিংসটি সাজান ৪ টি চার এবং ১০ টি বিশাল ছক্কার মার। তাঁর সব মারকাটারি শটে খেই হারায় কানাডার বোলার আর ফিল্ডাররা। মাত্র ৫৮ বলে ১৩১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন আন্দ্রিস গাউসের সাথে।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই অ্যারন জোন্স বেশ ভয়ংকর রূপেই জানালেন তাঁর উপস্থিতি। দলের জন্য ৭ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি। তাইতো টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষের বোলাররা নিশ্চয়ই তাঁকে সমীহ করেই চলবে।