টার্গেট যদি দুইশোও হয়, তবুও সেটা আফগানিস্তানের পক্ষে তাড়া করা সম্ভব। হ্যাঁ, এবারের টি-টোয়ন্টি বিশ্বকাপে এতোটাই আত্মবিশ্বাসী আফগান লেগ স্পিনার রশিদ খান।
এই মেগা ইভেন্টে তাঁরা আছে উগান্ডা, ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি আর নিউজিল্যান্ডের সাথে একই গ্রুপে। রশীদ খান মনে করেন উগান্ডার বিপক্ষে লক্ষ্য যদি ২০০ রানও হয়, তবু তা অতিক্রম করার সামর্থ্য রয়েছে আফগান ব্যাটারদের।
আফগানিস্তানের ব্যাটিং নিয়ে রশিদ খান বলেন, ‘আগে আমাদের ব্যাটিং নিয়ে বেশ বেগ পেতে হত। তখন বোলাররা আমাদের সাহায্য করতো। তবে পরবর্তীতে আমরা কয়েক যুব ব্যাটার পাই। যারা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে খেলে এসেছে। আর তাঁরা জাতীয় দলে যোগ দেয়াতে আমাদের ব্যাটিং লাইন আপ মজবুত হয়েছে।’
বিশ্বকাপে ব্যাটারদের পারফর্ম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় লক্ষ্য যদি দুইশোও হয়, তবুও তা অনায়াসে অতিক্রম করা সম্ভব আমাদের ব্যাটারদের পক্ষে। আমাদের সেই সক্ষমতা আছে। টি-টোয়েন্টি ক্রিকেট পুরোটাই মানসিকতার খেলা। স্নায়ুচাপ নিয়ন্ত্রণ করেই ম্যাচ জেতা সম্ভব।’
রশীদ সুপার এইটের পর্বে যেতে খুবই আশাবাদী। এই বিষয়ে তিনি বলেন, ‘সেমিফাইনালের জন্য বেশ কয়েকজন আফগানিস্তানের নাম উল্লেখ করেছে। আমরা এই মন্তব্যকে স্বাভাবিকভাবেই নিচ্ছি। আগে আমরা কোয়ালিফাই করার জন্য চেষ্টা করতাম। এখন টপ ফোরে আমাদের নাম শোনা যায়। বিষয়টি আমাদের জন্য গর্বের।’
আফগানিস্তান গত কয়েক বছরে বেশ উন্নতি করেছে। বিশ্ব মঞ্চে তাঁরা যেকোন বড় দলকেই দিতে পারে পরাজয়ের স্বাদ। এমনই সব অবাক করা ঘটনা ঘটাতেই অপেক্ষা করছে আফগানিস্তান।