মান বাঁচানোর এক ইনিংস খেললেন চার্লস

বল আর রানের সংখ্যার পার্থক্য নেই বললেই চলে। দেখে বোঝার উপায় নেই এটি কোনো টি-টোয়েন্টি ম্যাচের ওপেনিং ব্যাটারের ইনিংস, তাও আবার বিশ্বকাপের মত মঞ্চে। গল্পটা ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লসের।

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বিপক্ষে মান বাঁচানোর এক ইনিংসই খেলে গেলেন চার্লস। শুরু থেকেই ধীর গতিতে এবং একটু নিচু হয়ে বল আসছিল ব্যাটারের কাছে। আর তাতেই বেশ বেগ পেতে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের। দলীয় রান ৫০ অতিক্রম করার আগেই আউট হন আরেক ওপেনার ব্রান্ডন কিং। তবুও যেন ২২ গজে টিকে থাকার আপ্রাণ চেষ্টাই করে যাচ্ছিলেন চার্লস। বুঝে শুনে ব্যাট চালাচ্ছিলেন এই উইন্ডিজ ওপেনার।

৪২ বলে তাঁর ৪৪ রানের ইনিংসটা আপাত দৃষ্টিতে আহামরি মনে না হলেও, নবাগত উগান্ডার বিপক্ষে মান বাঁচিয়েছে চার্লস। ৪ টি চার এবং ২ টি ছক্কায় সাজানো ছিল তাঁর এই কচ্ছপ গতির ইনিংস।

তবে শেষ পর্যন্ত পাননি কোনো অর্ধ-শতকের দেখা। দীনেশ নাকরানির ফুল টস বলে আলপেশ রামজানির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ডান- হাতি এই ব্যাটার। আগের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে দল জিতলেও, জনসন চার্লসের ব্যাট থেকে একটি রানও আসেনি সেই ম্যাচে। তাই উগান্ডার বিপক্ষে যেন রানের ক্ষুধাটাই মেটানোর চেষ্টা করেছেন তিনি।

২০ ওভারে ১৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় উগান্ডাকে। যেখানে ডট বলের সংখ্যা ৫১ টি, আর ক্যারিবিয় ব্যাটাররা বাউন্ডারি থেকে আদায় করেন মোট ১০২ রান। প্রথম দিকে  গায়নার পিচের বিশেষ প্রভাব থাকলেও, ইনিংসের শেষের দিকে বেশ কয়েকটি চার ছক্কার মার লক্ষ্য করা যায় ।

হোক সেটা ধীর গতির এক ইনিংস, তবু যেন জনসন চার্লেসের ইনিংসেই উগান্ডার বোলারদের জ্বলে ওঠার সময়টা কাটিয়ে উঠে রোভম্যান পাওয়েলের দল। শেষের দিকে আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পায় ক্যারিবিয়ান ব্যাটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link