এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকটা অপ্রত্যাশিত সূচনা হয়েছে নিউজিল্যান্ডের। আগফানিস্তানের বিপক্ষে পরাজয়ে কিউইদের গাণিতিক হিসেবে দেখা গিয়েছে গড়মিল। তাইতো ক্যারিবিয়ান দলপতি রোভম্যান পাওয়েলের মতে, নিউজিল্যান্ডকে হারানোর সঠিক সময় এখনই।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এই আসরে যতটা প্রফুল্ল-ভাবে খেলছে, ব্ল্যাক ক্যাপসরা ঠিক ততটাই দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এক হারেই বদলে গিয়েছে তাঁদের সব হিসেব। অদৃশ্য মানসিক চাপ তাঁদের গ্রাস করেছে।
আর এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল বলেন, ‘অবশ্যই এখনই উপযুক্ত সময় নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার। তাঁরা ইতিমধ্যেই চাপে রয়েছে। কেননা, এই ম্যাচেই নির্ধারিত হবে তাঁরা পরবর্তী রাউন্ডের যাবে কি না। তবে আমাদের লক্ষ্য নিউজিল্যান্ডে নয়। বরং আমাদের যা যা করতে হবে, আমরা সেগুলো নিয়েই ভাবছি।’
ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচকে সামনে রেখে দুই দলের কেউই ভালভাবে প্রস্তুতি সারতে পারেননি। তাঁদের প্রস্তুতিতে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। কেননা ত্রিনিদাদে এখন চলছে বর্ষার মৌসুম। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বৃষ্টিই চিন্তার ভাজ ফেলছে কিউইদের কপালে।
বাতিল হওয়া ট্রেনিং সেশন প্রসঙ্গে নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেন, ‘প্র্যাকটিসের সময় ঠিকভাবে বল আসছিল না। তাই আমরা ফিল্ডিংয়ের ট্রেনিং নেয়ার সিদ্ধান্ত নেই। কেননা, নেট সেশন থেকে তখন তেমন কিছু পাওয়া সম্ভব ছিল না।’
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড ২৬৭ রানের ইনিংস খেলে এই ব্রায়ান লারা স্টেডিয়ামেই । তবে কিউই কোচ তেমন ধারণা থেকে সরে এসেছেন। তাঁর মতে, এই ম্যাচে লো স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।
নিউজিল্যান্ডের পরিস্থিতি নিয়ে স্টেড বলেন, ‘আমরা জানি আমাদের সামনে কি অপেক্ষা করছে। আমাদেরকে আগামী তিনটি ম্যাচই জিততে হবে, এছাড়া কোনো বিকল্প দেখছি না আমরা। বাঁধা আসবেই, তবে বিশ্বাস রাখতে হবে হৃদয়ে। তবেই জয় সম্ভব।’
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সময়ের সঠিক ব্যবহারটা ঠিকই করতে চাইবে রোভম্যান পাওয়েল বাহিনী। তাঁদের হারিয়ে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করার সব চেষ্টাই করবেন আন্দ্রে রাসেল-আকিল হোসেনরা।