আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন বিরাট কোহলি, অরেঞ্জ ক্যাপ মাথায় নিয়ে নিশ্চয় ভেবেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ঝড় তুলবেন ব্যাট হাতে। কিন্তু হলো উল্টা, তাঁকেই ঝড়ের গতিতে উড়িয়ে দিয়েছে বোলাররা। পর পর তিন ম্যাচে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনি, এমনকি তিন ইনিংস মিলিয়ে মোট রান দশের গন্ডি পার হয়নি!
অবশ্য আউটসুইংয়ে এই ডানহাতি খানিকটা দুর্বল সেটা সবারই জানা, তাই ওপেনিংয়ে তিনি সুযোগ পাবেন কি না তা নিয়ে সংশয় ছিল। তবু ইনফর্ম যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে ওপেনার হিসেবে খেলানো হয়েছিল তাঁকে।
কিন্তু সেই সিদ্ধান্ত কাজে লাগেনি, আইপিএলের ফর্ম বিশ্বকাপে টেনে আনতে পারেননি এই তারকা। সেজন্যই যশস্বী জয়সওয়ালকে ফেরানোর জোর দাবি উঠেছে সর্বত্র। না, বিরাট বাদ যাবেন ব্যাপারটি সেটা নয় বরং তিন অথবা চার নাম্বারে খেলিয়ে তাঁর সেরাটা আদায় করা যেতে পারে। সেক্ষেত্রে জয়সওয়ালকেও সদ্ব্যবহার করা সম্ভব হবে।
যদিও একাদশে কার পরিবর্তে ঢুকবেন এই তরুণ সেটা সমস্যায় ফেলে দিয়েছে টিম ম্যানেজম্যান্ট। দলটির ব্যাটিং লাইনআপে ঋষাভ পান্ত, সুরিয়াকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার থাকা একেবারে নিশ্চিত। কেবল শিভাম দুবের পায়ের নিচের মাটি এখনো শক্ত হয়নি, তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চাপের মুখে দারুণ একটা ইনিংস খেলেছেন বটে!
নিজের দিনে কোহলি কি করতে পারেন সেটা অজানা নয় কারোই, আবার বড় মঞ্চে বড় দলের বিপক্ষে তাঁর ব্যাটই সবচেয়ে চওড়া হয়ে উঠে। তাছাড়া প্রতিপক্ষের ভাবনায় সবচেয়ে বড় হুমকিও তিনি। তাই তাঁকে বেঞ্চে রাখার দুঃসাহস সম্ভবত দেখাবে না টিম ম্যানেজম্যান্ট, দেখানো উচিতও নয়।
তবে জয়সওয়ালকে খেলানোটাও বড্ড জরুরি; পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং কিংবা বিরাটকে আউটসুইংয়ের ফাঁদ থেকে বাঁচানো – এক ঢিলে দুই পাখি মারার সুযোগ হাতছাড়া করবে টিম ইন্ডিয়া?