টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে দেশে ফিরেছিলেন সাকিব। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে একটি ফিফটি ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেননি তিনি। বল হাতেও ব্যর্থ ছিলেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার। তবুও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দলগুলোর পছন্দের তালিকায় থাকেন সাকিব।
মেজর লিগ ক্রিকেট ২০২৪ এ লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। এমএলসির দ্বিতীয় আসরে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পান সাকিব৷
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্যান ফ্রানসিস্কো উইনিকর্নসের বিরুদ্ধে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পরে রাইডার্সরা। এরপরেই ক্রিজে এসে ৩৫ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন সাকিব। মাত্র ২৬ বলের সাহায্যে এই রান করেন তিনি।
যদিও ১২তম ওভারে তাঁর ৬টি চারে সাজানো ইনিংসটির সমাপ্তি ঘটান পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ। ব্যাট হাতে রান পেলেও বোলিংয়ে চড়ম ব্যর্থ ছিলেন এই অলরাউন্ডার। খরুচে বোলিংয়ের জন্য তাঁকে দিয়ে ২ ওভারের বেশি বল করানোর সাহস পাননি দলের অধিনায়ক সুনিল নারাইন। সেই দুই ওভারে ২৭ রান বিলিয়েছেন সাকিব।
ইনিংসের চতুর্থ ওভারেই সাকিবকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক নারাইন। একটি বাউন্ডারির সহ সেই ওভারে ৮ রান এলেও নিজের দ্বিতীয় ওভার করতে এসে দিশেহারা হন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে সাকিবকে টানা তিনটি ছক্কা হাকান ফিন অ্যালেন। এরপরে অধিনায়ক সাকিবকে আর বোলিংয়ে নিয়ে না আসলেও ম্যাচটি জিততে ব্যর্থ হয় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে বল হাতে রান দিলেও একটি উইকেট শিকার করেছিলেন সাকিব। ম্যাচটিও তাঁর দল ১২ রানে জয়ী হয়েছিল। তবে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সাকিবের কাছে দলের প্রত্যাশা আরও বেশি। এমনকি বাংলাদেশি ভক্তরাও তাকিয়ে থাকবেন তাঁর দিকে। যেন এই টুর্নামেন্টের মাধ্যমেই সাকিব তাঁর চিরচেনা রুপে ফিরে আসতে পারেন।