ভারতের দলে শুভমান গিলের গুরুত্ব কতখানি? তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্সের দিকে তাকালেই পাওয়া যাবে সেই উত্তর। পর পর দুই ম্যাচে পেলেন অর্ধশতকের দেখা, বোঝাই যাচ্ছে সুসময়ের সাথে সাক্ষাৎ হয়েছে ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিলের। বেশ সাবলীলভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতেও খেলে গেলেন অসাধারণ এক ইনিংস।
তাছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারত যখন হাবুডুবু খাচ্ছিল, তখনও কথা বলেছিল গিলের ব্যাট। সেই ম্যাচে দল হারলেও লড়ে গিয়েছেন তিনি; বনে গিয়েছিলেন ভারত দুর্গের অতন্দ্র প্রহরী।
অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৩৫ বলেই গিল পৌঁছে যান অর্ধশতকের বন্দরে। সেই কোটা পূরনের পরের বলেই ব্রায়ান বেনেটকে হাঁকান বিশাল এক ছক্কা। দিনশেষে ৩৯ বলে ৫৮ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন গিল।
তাঁর এই ইনিংস জুড়ে ছিল ৬ টি নান্দনিক চার এবং ২ টি বিশাল ছক্কার মার। যশ্বসী জয়সওয়ালকে সাথে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলে জয় নিশ্চিত করেন ভারতের এই অধিনায়ক। যেখানে তাঁদের হাতে বাকি ছিল ২৮ বল আর পুরো ১০ উইকেট।
শান্ত স্বভাবের এই দলপতির নেতৃত্বেই সাফল্যের দেখা পেল ম্যান ইন ব্লুরা। এই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতে যায় ভারত।
তাছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সর্বশেষ আসরে গিল তাঁর সর্বশেষ ম্যাচে পেয়েছিলেন শতকের দেখা। সেই টুর্নামেন্টে নিয়মিত বিরতিতে খেলেছিলেন বড় ইনিংস।
যদিও বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সিতে ২২ গজে নামা হয়নি তাঁর। তবে সুযোগ পেয়েই গিল যেন জানান দিলেন তাঁর আসল পরিচয়। একের পর এক খেলে যাচ্ছেন অসাধারণ সব ইনিংস, রেখে যাচ্ছেন ভূমিকা ভারতের জয়ে। বলতেই হয়, গিলের মাঝেই ভারত দেখছে আগামীর স্বপ্ন।