একটা সময় রোহিত শর্মাকে বাদ দিয়েই হার্দিক পান্ডিয়াকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার পরিকল্পনা ছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর। অথচ এখন রোহিত না থাকা সত্ত্বেও তাঁকে অধিনায়ক করার ব্যাপারে সংশয়ে ভুগছে তাঁরা। পারফরম্যান্স নয়, মূলত তাঁর ফিটনেস এবং ইনজুরির অতীত ইতিহাসের কারণে এমন সিদ্ধান্তহীন অবস্থার সৃষ্টি হয়েছে।
লাল বল থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই অলরাউন্ডার। বিসিসিআই এর অনেকেই তাই মনে করছেন, ফিটনেস ইস্যুতে অনেক গুরুত্বপূর্ণ সিরিজও হয়তো মিস দিবেন তিনি। সেজন্যই অধিনায়ক ঠিক করার আগে বাকি সব অপশন ভালভাবে যাচাই করতে চাচ্ছে টিম ম্যানেজম্যান্ট।
বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘এটা খুবই জটিল বিষয়; পক্ষে, বিপক্ষে দুই দিকেই যুক্তি রয়েছে; সবার মতামতেও ভিন্নতা রয়েছে। বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের শিরোপা খরা কাটানোর ক্ষেত্রে সে অনস্বীকার্য ভূমিকা রেখেছে এটা সত্যি কিন্তু তাঁর চোট প্রবণতার কথা মাথায় রাখতে হবে।’
পান্ডিয়াকে অধিনায়কত্ব দেয়া না হলে, খুব সম্ভবত সুরিয়াকুমার যাদব হতে যাচ্ছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক। রোহিত আর কোহলি বিহীন দলে তিনি নিঃসন্দেহে ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা। ওয়ানডে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর নেতৃত্বেই খেলেছে টিম ইন্ডিয়া। তাঁকে আর্মব্যান্ড দেয়া হলে তাই আপত্তি থাকার কথা নয় তেমন কারো।
বিসিসিআইয়ের সেই সদস্য বলেন, ‘সুরিয়াকুমার যাদবের ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়েছি। জানতে পেরেছি যে, তাঁর ক্যাপ্টেন্সির ধরন ড্রেসিংরুমে প্রায় সবার পছন্দ হয়েছে।’
আপাতত অধিনায়কত্ব ইস্যু ঝুলে আছে গৌতম গম্ভীরের জন্যই, তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে। আগামী কয়েকদিনের মধ্যে তাঁর সঙ্গে আলোচনায় বসবে নির্বাচকরা; এরপরই হয়তো ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম।