অমিত মিশ্র যেন বোমা ফাটাতে চাইলেন, বিরাট কোহলির বিরুদ্ধে সরাসরি সমালোচনায় সরব হলেন তিনি। তিনি জানান আক্রমণাত্মক মানসিকতার কারণেই নাকি কোহলির জীবনে বন্ধুর সংখ্যা কম; এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাভিন উল হকের সঙ্গে ঝামেলার শুরুটা কোহলি-ই করেছেন। মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়েছে তাঁর এমন বক্তব্য।
তবে এসব মানতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পেসার ইয়াশ দয়াল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার মাধ্যমে বিরাটকে সমর্থন দেন তিনি; সেই সাথে বিরাটের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরাটের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেন দয়াল, এবং ক্যাপশনে তিনি লিখেন যে, ‘ভাইয়া আপনার সাথে দাড়ানোটাও সম্মানের ব্যাপার!’ – এছাড়া কোহলির একটি অডিও ক্লিপ স্টোরিতে শেয়ার করেন তিনি।
যেখানে ভারতীয় তারকাকে বলতে শোনা যায়, ‘অধিনায়ক হিসেবে আমি আমার সেরাটা দিয়েছি। আমি জানি না আপনাদের কাছে কেমন ছিল, কিন্তু ফ্রাঞ্চাইজির জন্য আমি সবসময়ই ১২০ ভাগ উজাড় করে দিয়েছি। এখন থেকে দলের সাধারণ ক্রিকেটার হিসেবেও সেটা করে যাব।’
এর আগে সাবেক লেগ স্পিনার অমিত মিশ্রা একটি সাক্ষাৎকারে বলেন, ‘সে(কোহলি) হঠাৎ করেই আমাদের ক্রিকেটারদের অপমান করতে শুরু করে। কাইল মায়ার্সের সাথে তাঁর কিছু হয়নি, তাঁকেও অপমান করেছিল। এরপর নাভিনের সাথেও একই কাজ করলো। অথচ এসব চাইলেই এড়ানো যেত কিন্তু ইচ্ছে করেই সে জড়িয়েছে।’
তিনি আরো যোগ করেন, ‘সামাজিক মাধ্যম থেকে মনে হতে পারে সবকিছু বোধহয় মিটে গিয়েছে। কিন্তু নাভিন কি আর কখনো তাঁকে সম্মান করতে পারবে? অন্যান্য তরুণদের কি হবে যখন তাঁরা পছন্দের তারকাকে এই রূপে দেখবে?’