Social Media

Light
Dark

জয়সওয়াল ইজ গ্রেটার দ্যান বাবর অ্যান্ড রিজওয়ান

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর তাঁদের বিকল্প খুজছে ভারতীয় ক্রিকেট দল। যেখানে তরুণ যশ্বসী জয়সওয়ালকে ভাবা হচ্ছে রোহিতের সঠিক বিকল্প। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছন তিনি। সিরিজের চতুর্থ ম্যাচে ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন জয়সওয়াল। ফলে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উপরে চলে যান তিনি।

ads

৭৪৩ রেটিং নিয়ে জয়সওয়াল এখন ষষ্ঠ স্থানে রয়েছেন। তাঁর ঠিক উপরেই অবস্থান করছেন পাকিস্তানি দুই ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। ৭৫৫ এবং ৭৪৬ রেটিং নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন বাবর ও রিজওয়ান।

দুর্দান্তে ফর্মে থাকা অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড তাঁর শীর্ষস্থান বজায় রেখেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন টি-টোয়েন্টিতে পরবর্তী ভারতীয় অধিনায়ক হওয়ার দৌড়ে থাকা সুরিয়াকুমার যাদব। তাঁর সতীর্থ শুভমান গিল জিম্বাবুয়ে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। পাঁচ ইনিংসে ১৭০ রান করা গিল র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ উপরে এসেছেন।

ads

বর্তমানে ৩৭তম অবস্থানে রয়েছেন তিনি। সম্প্রতি অবসর নেওয়া বিরাট ও রোহিতকে ছাড়িয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতের চতুর্থ সর্বোচ্চ র‍্যাঙ্ক ব্যাটার তিনি। তাঁর আগে জয়সওয়াল ও যাদবের পর রয়েছেন রুতুরাজ গায়কড়। র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছেন তিনি।

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ভারতের বিপক্ষে ছয় উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। এছাড়াও ভারতের ওয়াশিংটন সুন্দর ৩৬ ধাপ উপরে এসে ৪৬তম স্থান দখল করেছেন। তাঁর সতীর্থ মুকেশ কুমারও জিম্বাবুয়ে সিরিজে ভাল পারফর্ম করার পর র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন ।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের আদিল রশিদ তাঁর প্রথম স্থান ধরে রেখেছেন। অন্যদিকে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন শ্রীলঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভারতের বিপক্ষে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সিকান্দার রাজা সেখানে  তৃতীয় স্থানে উঠে এসেছেন। দুইয়ে থাকা মার্কস স্টোয়িনিস থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link