Social Media

Light
Dark

অবসরের আগে একবার অন্তত পাকিস্তান যাবেন বিরাট-রোহিত?

এ ব্যাপারে পাক ব্যাটার বলেন, ‘যখন কোহলি, রোহিত, বুমরাহর মত ক্রিকেটাররা পাকিস্তান সফর করবে তখন প্রতিটা সমর্থকের মাঝে বিদ্যুৎ খেলা করবে। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিরাট একবার এসেছিল, কিন্তু তখন এত জনপ্রিয় ছিলেন না।’

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ভারত কি পাকিস্তান সফর করবে নাকি করবে না এমন প্রশ্নে দ্বিধান্বিত পুরো ক্রিকেট বিশ্ব। এই যখন পরিস্থিতি তখন কামরান আকমল হেঁটেছেন খানিকটা ভিন্ন পথে, ভারতীয় ক্রিকেটের দুই আইকন রোহিত শর্মা আর বিরাট কোহলিকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন নিজের দেশে। অবসরের আগে দু’জনের একবার হলেও পাকিস্তানে আসা উচিত বলে মত তাঁর।

দেশে কিংবা বিদেশে, যেকোনো পিচে রান করা বিরাট আর রোহিতের জন্য নিয়মিত ব্যাপার। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত তাই করে এসেছেন তাঁরা; তাই সর্বত্র ছড়িয়ে আছে তাঁদের সমর্থকগোষ্ঠি, ব্যতিক্রম নয় পাকিস্তানও। এ দেশটাতেও লাখো ভক্ত অধীর আগ্রহে থাকেন তাঁদের দেখার জন্য।

এই ভক্তদের জন্য হলেও পাকিস্তান আসা প্রয়োজন জানিয়ে কামরান বলেন, ‘রোহিত-কোহলির অবসরের আগে পাকিস্তানে আসা উচিত। তাঁরা দু’জনে বিশ্ব ক্রিকেটের তারকা। দুনিয়া জুড়ে বিভিন্ন জায়গায় তাঁরা খেলেছে, তাঁদের পারফরম্যান্সের সুবাদে বিশাল ভক্তগোষ্ঠী গড়ে উঠেছে। তবে পাকিস্তানে যে সমর্থন তাঁরা পাবেন, সেটা বাকি সব অভিজ্ঞতাকে ভুলিয়ে দিবে।

বিরাট কোহলি অবশ্য অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একবার পাকিস্তান ভ্রমণ করেছেন। তবে এখন এই দেশে পা রাখলে তিনি সম্পূর্ণ ভিন্ন আনন্দ পাবেন। এ ব্যাপারে পাক ব্যাটার বলেন, ‘যখন কোহলি, রোহিত, বুমরাহর মত ক্রিকেটাররা পাকিস্তান সফর করবে তখন প্রতিটা সমর্থকের মাঝে বিদ্যুৎ খেলা করবে। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিরাট একবার এসেছিল, কিন্তু তখন এত জনপ্রিয় ছিলেন না।’

তিনি আরও যোগ করেন, ‘যদি বিরাট এখন পাকিস্তানে খেলতে আসে তাহলে তাঁর জনপ্রিয়তা সামনাসামনি দেখতে পারবে। একদম ভিন্ন রকমের সমর্থন পাবেন তিনি। পাকিস্তানে তাঁর চেয়ে জনপ্রিয় আর কোন ক্রিকেটার নেই। অন্য যেকোনো দেশের চেয়ে এখানে বেশি মানুষ তাঁকে ভালবাসে।’

কোহলির মত রোহিত আর বুমরাহকেও অজস্র পাকিস্তানি হৃদয় দিয়ে ভালবাসে। সেটা মনে করিয়ে দিয়ে এই তারকা বলেন, ‘রোহিত বিশ্বকাপ জেতা অধিনায়ক, আর বুমরাহ তো বর্তমানের সেরা পেসার। নিজ দেশের যেকোনো ক্রিকেটারের চেয়ে এদেরকে পাকিস্তানিরা বেশি পছন্দ করে।’

Share via
Copy link