কোয়ারেন্টাইন ইস্যুতে গত বছর স্থগিত হয়ে যাওয়া টেস্ট চ্যাম্পিনশিপের দুটি টেস্ট খেলতে আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবার বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) সূচি অনুযায়ী দুটি সিরিজ চূড়ান্ত হয়ে থাকলেও কবে নাগাদ বাংলাদেশ শ্রীলংকা সফরে যাবে এবং শ্রীলংকা বাংলাদেশ সফরে আসবে এটি চূড়ান্ত ছিলো না। তবে আজ এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।
শ্রীলঙ্কা সফরে যাওয়া প্রসঙ্গে বিসিবির এই প্রধান নির্বাহী জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে এপ্রিলের ১২ তারিখে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ এবং ২০ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।
তিনি বলেন, ‘দুইটা টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল আগামী সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যে সব আছে এসবরে মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’
সুজন জানিয়েছেন, দু’টি সিরিজের মধ্যে সপ্তাহ দুয়েকের মত বিরতি থাকবে। তিনি বলেন, ‘আসার পরে হয়ত আমরা ১৪-১৫ দিনের একটা গ্যাপ পাবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুইটি শেষে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে। আমরা আশা করছি তারা ২০ মের দিকে বাংলাদেশে আসবে। ঈদের (রমজান ঈদ) পরপরই হবে।’
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ শেষে পরের মাসেই মাঠে গড়ানোর কথা রয়েছে এশিয়া কাপের। ঐ সময়ই অনুষ্টিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিনশীপের ফাইনাল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি শঙ্কা প্রকাশ করে কিছু দিন আগে জানিয়েছিলেন ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে এ বছর এশিয়া কাপ হবে না।
গতকাল সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিনশীপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হয়েছে এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি ভারত। এহসান মানির শঙ্কা সত্য হলে মাঠে গড়াবে এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের এই আয়োজন। তবে নিজামউদ্দিন চৌধুরি সুজন জানিয়েছেন এই বিষয়ে সিদ্বান্ত নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি); কোন ক্রিকেট বোর্ড নয়।
তিনি বলেন, ‘এশিয়া কাপের বিষয়টি সম্পূর্নই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিষয়। যদিও সদস্য হিসাবে আমরা এটার সাথে সম্পৃক্ত। তবে এই বিষয়ে জানতে এসিসির সাথে যোগাযোগ করাই সবচেয়ে ভালো।’