নিউজিল্যান্ডের বাইরে ভেট্টোরির সার্ভিস নয়

ক্রিকেট ছাড়ার পর কোচ হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করেছেন ড্যানিয়েল ভেট্টোরি। ফ্র‍্যাঞ্চাইজি লিগে কোচিং করিয়ে বেশ সফলও হয়েছেন তিনি। ফ্র‍্যাঞ্চাইজি লিগের ব্যাস্ততার মাঝেই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক ।

ভেট্টোরির সাথে ১০০ দিনের চুক্তি করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির শর্ত ছিলো বিভিন্ন সময়ে বাংলাদেশের স্পিনারদের ১০০ দিন কোচিং করাবেন তিনি। শর্ত অনুযায়ী ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ দলের  দায়িত্ব নিয়েছিলেন ভেট্টোরি।

কিন্তু করোনা ও পারিবারিক কারণে বাংলাদেশ দলের সাথে বেশী কাজ করা হয়নি ভেট্টোরির। কোয়ারেন্টাইন জটিলতায় আগের সিরিজেও দলের সাথে ছিলেন না তিনি। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের স্পিনারদের সাথে ২০-২২ দিন কাজ করলেও শ্রীলঙ্কা সফরে আবার ভেট্টোরিকে পাবে না বাংলাদেশ।

তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভেট্টোরির সাথে চুক্তি থাকলেও ভবিষ্যত বিবেচনায় ভিন্ন কিছুর পরিকল্পনা করতে পারে বিসিবি। আজ গনমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন শ্রীলঙ্কা সফরে দেশী কোচকে প্রাধান্য দিবেন তাঁরা।

আকরাম খান বলেন, ‘ভেট্টরির সঙ্গে চুক্তি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। করোনার সময়ে নিউজিল্যান্ড যাওয়া এবং আসা বিরাট একটা সিসটেমেটিক প্রবলেম আছে। সেটার জন্য আমরা আপাতত নিউজিল্যান্ডের বাইরে ওকে পাবো না। আমরা ভবিষ্যতে চিন্তা করবো কি হয় না হয়। এর মধ্যে স্থানীয় কোচ আছে যাকে নিয়ে আমরা শ্রীলঙ্কা যাবো। শ্রীলঙ্কা সফরে দেশীয় স্পিন কোচে প্রাধান্য দিচ্ছি। এর মধ্যে দেখি, কি করা যায়। কোভিডের জন্য পরিস্থিতিতে আমরা ঝামেলায় আছি।’

বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নেন সাবেক এই কিউই অলরাউন্ডার। যেটা প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর বেতনের থেকেও প্রায় দশ গুণ বেশী। ভেট্টোরি যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আসতো তবে আসার পর ১৪ দিন এবং সিরিজ শেষে নিউজিল্যান্ডে ফিরে গিয়ে আরো ১৪ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টিনে থাকতে হতো তাকে।

আকরাম খান জানিয়েছেন কোয়ারেন্টাইন ইস্যুর জন্যই ওয়েস্ট সিরিজে আসেননি ভেট্টোরি। করোনা পরিস্থিতির উন্নতি না হলে অদূর ভবিষৎয়েও নিউজিল্যান্ডের বাইরে ভেট্টোরিকে পাবে না বাংলদেশ। তাই ভেট্টোরিকে দোষ না দিয়ে ভবিষৎয়ে বিকল্প ভাববে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

তিনি বলেন, ‘ভেট্টোরির জন্য আসতে অনেক ঝামেলা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি ওকে আনতাম তাহলে ওকে ৭০-৭৫ দিন বাইরে থাকতে হত। এটা ওর জন্য এবং আমাদের ক্রিকেটের জন্য কিন্তু ভালো না। কারণ ৩০ দিনের জন্য যদি অতিরিক্ত ৪০ দিন বাইরে থাকতে হয় তাহলে হয় না। এটা পরিস্থিতির কারণে। ভেট্টোরিকে দোষ দেওয়ার কিছু নেই। আমরা ভবিষ্যতে দেখব কি করা যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link