তানজিম সাকিবকে হারিয়ে দিলেন রাব্বি!

জয়ের সাথে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রাব্বি। শুক্রবার রংপুরের প্রতিপক্ষ লাহোর কালান্দার্স। ফাইনাল খেলতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই।

গায়ানার মাটিতে দ্বৈরথটা হল দুই বাংলাদেশি পেসারের মধ্যে। আর সেখানে তানজিম হাসান সাকিবকে হারিয়ে দিলেন কামরুল ইসলাম রাব্বি। আর রাব্বির পেস ঝলকে, ‘অপ্রত্যাশিত’ এক জয় পেয়ে গেল রংপুর রাইডার্স। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স গ্লোবাল সুপার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় হারের স্বাদ পেল।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামের স্লো উইকেটে মামুলি সংগ্রহ দাঁড় করায় রংপুর। অল আউট হয় ১১৭ রানে। বরাবরের মত এই ম্যাচেও বল হাতে সফল তানজিম সাকিব।

তিনি চার ওভার বোলিং করে ২১ রান দিয়ে নেন দুই উইকেট। চার ম্যাচে এই পেসারের সংগ্রহ ছয় উইকেট। প্রোটিয়া পেসার ডোয়াইন প্রিটোরিয়াস যোগ্য সঙ্গ দেন তাঁকে, নেন তিনটি উইকেট।

মাত্র ১১৮ রানের সাদামাটা লক্ষ্যের সামনে ছন্নছাড়া ছিল গায়ানার ব্যাটি। টপ অর্ডারে ধস নামান বাংলাদেশের পেসার কামরুল ইসলাম রাব্বি। তিনি নিজের প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন তিনটি উইকেট।

মাত্র ২৭ রানে পঞ্চম উইকেট হারায় গায়ানা। যদিও, তাঁরা ঘুরে দাঁড়িয়েছিল। শাই হোপ, গুদাকেশ মোটি কিংবা কিমো পলদের ছোট ছোট ইনিংসে ভর করে এগোচ্ছিল গায়ানা। তবে, ১৭ তম ওভারে হারমিত সিংয়ের জোড়া আঘাতে আবারও জয়ের দুয়ারে চলে যায় রংপুর।

শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল গায়ানার। আর রংপুরের দরকার ছিল এক উইকেট। স্ট্রাইকে রোমারিও শেফার্ড, আগের ওভারেই যিনি একটা ছক্কা হাকিয়েছেন। প্রথম বলেই শেফার্ডকে ফিরিয়ে দিয়ে রংপুরকে তৃতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ দেন রাব্বি।

নন স্ট্রাইকে দাঁড়িয়ে দলের পরাজয় দেখেন তানজিম সাকিব। জয়ের সাথে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রাব্বি। শুক্রবার রংপুরের প্রতিপক্ষ লাহোর কালান্দার্স। ফাইনাল খেলতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। এরপর আসবে রান রেটের ও অন্যান্য হিসাব নিকাশ।

Share via
Copy link