বাবুর রংপুরকে কাবু করল রনি-আলিস!

রংপুরের ইনিংস যেন বাতাসে ভেসে যাওয়া ঘুড়ি, আলিস ইসলামের ঘূর্ণিতে হারিয়ে গেলো তাদের স্বপ্ন। অন্যদিকে, সাদমানের ব্যাটে ঢাকা মেট্রো জয়ের নোঙর ফেললো নির্ভুলভাবে।

এনসিএল টি-টোয়েন্টিতে আজ ছিলো হাইভোল্টেজ ম্যাচ। তবে এক তরফাভাবেই রংপুরকে হারিয়েছে ঢাকা মেট্রো। টানা ৬ ম্যাচে ৬ জয় নিয়ে আছে পয়েন্ট তালিকার শীর্ষে।

বুধবার পয়েন্ট তালিকার এক ও দুই নম্বর দল মাঠে নামে। ঢাকা মেট্রো ও রংপুর দুই দলেরই ছিল পাঁচ ম্যাচে পাঁচটি করে জয়। তবে উত্তেজনার আভাস দেওয়া ম্যাচটি হয়েছে বড্ড সাদামাটা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।

এরপরে স্পিন ঘূর্ণি জাদুর পসরা সাজিয়ে বসেন আলিস ইসলাম। চার ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। তবে রংপুরের ব্যাটিং একাই ধসিয়ে দিয়েছেন আবু হায়দার রনি। তিন ওভারে সাত রানে নিয়েছেন তিন উইকেট। হয়েছেন ম্যান অফ দা ম্যাচও।

রংপুর ৩৮ রানেই হারিয়ে ফেলে ছয় উইকেট। তবে এরপরেই দৃশ্যপটে আসেন আলাউদ্দিন বাবু। ২৩ বলে করেন ৪৭ রান। ছক্কা মেরেছেন পাঁচটা, চার মেরেছেন দুইটা। ৪৭ রানের মধ্যে ৩৮ রানই করেছেন বাউন্ডারি থেকেই। আনামুল আনামের সাথে গড়েন ৬৪ রানের জুটি। দলকে নিয়ে গেছেন শতরানের উপরে। শেষ অবধি ১২৫ রানে থামে তাদের রানের খাতা।

জবাব দিতে নেমে ১৫ ওভারেই জিতে গেছে ঢাকা মেট্রো। শুরুতেই ইনফর্ম নাঈম শেখকে হারালেও ঘুরে দাঁড়ায় ঢাকা মেট্রো। লাল বলের পরিচিত মুখ সাদমান ইসলাম এদিন করেছেন ফিফটি। ৩৭ বলে ৫৪ রানের ইনিংসটা টি-টোয়েন্টি মাফিক না হলেও চলনসই।

রংপুরের ইনিংস যেন বাতাসে ভেসে যাওয়া ঘুড়ি, আলিস ইসলামের ঘূর্ণিতে হারিয়ে গেলো তাদের স্বপ্ন। অন্যদিকে, সাদমানের ব্যাটে ঢাকা মেট্রো জয়ের নোঙর ফেললো নির্ভুলভাবে।

Share via
Copy link