সিলেট পর্বের শুরুটা হল রনি তালুকদারের ঝাঁঝালো ব্যাটিংয়ের মধ্য দিয়ে। মারকুটে ব্যাটিংয়ের বার্তা নিয়ে তিনি যেন হাজির হয়েছেন সবুজের বুকে। সাবেক দল রংপুর রাইডার্সের বিপক্ষেই ব্যাট হাতে একটা ঝড় তুললেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে জাতীয় দলের দরজা খুলেছিল তার জন্য। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের কারণেই তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওপেনিং পজিশনে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিলেন রনি তালুকদার। তাই তো ছিটকে যাওয়া ছিল অবধারিত।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে তিনি যে দারুণ ছন্দে রয়েছেন তেমন বলবার উপায় নেই। ইনজুরি ছিল, তবুও গিয়েছিলেন লঙ্কা টি-টেন লিগ খেলতে। তবে কোন ম্যাচ না খেলেই তিনি ফিরেছেন দেশে। এরপর এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা বিভাগের হয়ে মোটামুটি একটা সময় পার করেছেন।
বিপিএলে নিজের খেলা প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেছিলেন ৪১ রানের একটি ইনিংস। কিন্তু সেই ইনিংসে ছিল না আগ্রাসন। ৩৬টি বল খরচ করেছিলেন তিনি। প্রায় ১১৪ স্ট্রাইকরেটের ইনিংসটি রনির স্বভাবসুলভ ছিল না।
কিন্তু ঢাকা পর্বের সেই ম্যাচের আক্ষেপ যেন তিনি উড়িয়ে দিলেন লাক্কাতুরার আকাশে। প্রায় ১৬৯ স্ট্রাইকরেটের একটা ইনিংস খেলেছেন তিনি সেই রংপুরের বিপক্ষেই। মাত্র ৩২ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। সিলেট পর্বে ঘরের দলকে এনে দিয়েছে শুভ সূচনা।
সিলেটের দর্শকদের চার-ছক্কার আনন্দে ভাসিয়েছেন রনি। সাতটি চারের বিপরীতে তিনটি ছক্কা হাঁকিয়েছেন রনি। তাতে করে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। বাকিরা সেই ভিতের উপর দাঁড়িয়ে সংগ্রহ বাড়িয়ে নেওয়ার কাজটা করেছেন। এমন আগ্রাসী শুরুই তো রনির কাছ থেকে প্রত্যাশিত।