ইনিংসের শেষ ওভার। এক বলে এক রানে তখন অপরাজিত জাকের আলী। যেন ক্রিজে ঠাঁই দাঁড়িয়ে আছে এক নীরব আগ্নেয়গিরি। শেষ ওভারে বল করতে আসা আকিব জাভেদ হয়ত তখনও বুঝতে পারেননি, ঠিক কতটা তপ্ত লাভা বেরোতে চলেছে তার উপরে।
প্রথম বলেই লং অফ দিয়ে এক বিশাল ছক্কার ঝলকানি, যেন বিজয়ের পতাকা ওড়ালেন জাকের। দ্বিতীয় বলটা আকাশ পেরিয়ে হারিয়ে গেল ডিপ মিড উইকেটের ওপারে। এরপর চতুর্থ ও ছয় নম্বর বলেও ছক্কার আরও দুই মহাকাব্য।
একটি লং অনের সীমা পেরিয়ে, অন্যটি ডিপ এক্সট্রা কভারের ওপারে দিয়ে বেরিয়ে গেল বাউন্ডারি লাইনের বাইরে। যেন তাঁর ব্যাটিং জাদুতে আকাশ ভরে উঠলো রঙিন আতশবাজিতে। দলীয় সংগ্রহ ২০০ ছাড়িয়ে সিলেটে শীতের দিনে যেন বয়ে আনলো অগ্নিময় উৎসব।
শেষ তিন ওভারে এলো ঝড়ো ৫৪ রান। অ্যারন জোন্স ও জাকের আলী মিলে সিলেটের মাঠে যেন তাণ্ডব নৃত্যই দেখালেন। ১৮ নম্বর ওভারে আসলো ১৭ রান, ১৯ নম্বরে ওভারে ঠিক ১৯ রান, আর শেষ ওভারটিতে চার ছক্কায় এলো ২৭ রান। দু’জনের ব্যাটিং যেন ঝড়ের পর বজ্রপাত।
বিপিএলের ইতিহাসের অনন্য এক রেকর্ডেরও মালিক বনে গেলেন তারা। এক ইনিংসে সর্বোচ্চ ১৬ ছক্কার রেকর্ড এখন সিলেটের ডেরায়। এতেই রংপুর রাইডার্সের বিপক্ষে পাহাড়সম রানের সংগ্রহ পেল সিলেট সিক্সার্স।
এই উত্তাল ইনিংস যেন কাব্যিক এক মুহূর্ত। যেখানে ব্যাট কথা বলছিল, আর বল হাওয়ায় হারিয়ে যাচ্ছিল। দর্শকরাও পাচ্ছে পয়সা উসুল বিনোদনমূলক টি-টোয়েন্টি ক্রিকেট।