‘সবজান্তা শমসের’ হয়ে উঠছেন শান্ত!

অনেক দিন পরে রানে ফেরাটা নিশ্চয়ই আত্নবিশ্বাস যোগাবে শান্তকে। আর আগে বিপিএলে বল হাতে নিয়েছিলেন উইকেটও। অধিনায়কত্বটাও আয়ত্তে আছে তার। ফিল্ডার হিসেবেও বেশ যুতসই তিনি, এবার তো ভেলকি দেখালেন উইকেটরক্ষক হিসেবেও। দলে থাকার জন্য শান্তই যেন সর্বেসর্বাই হয়ে উঠছেন।

তানভীর ইসলামের বলটা ডাউন দ্য গ্রাউন্ডে এসে হাঁকাতে চাইলেন অ্যালেক্স হেলস। বলের লাইনটা মিস করে চলে গেল নাজমুল হোসেন শান্তর ‘বিশ্বস্ত’ দস্তানায়। বিদুৎ গতিতে উপড়ে ফেললেন স্ট্যাম্প। এতেই গড়ে ফেললেন এক অনন্য কীর্তি। বিপিএলে ব্যাটার, বোলার ফিল্ডার, উইকেট রক্ষক সব ভূমিকায় অবদান রাখা প্রথম খেলোয়াড় বনে গেলেন তিনি।

এক রকম বাধ্য হয়েই উইকেটের পিছে দাঁড়িয়েছেন শান্ত। তবে তার কিপিং দেখে কিন্তু বোঝার উপর নেই এটি উইকেটের পিছনে এই ‘মেকশিফট’ কিপারের মোটে দ্বিতীয় ম্যাচ। স্ট্যাম্পিং তিনি করছেন বটে। তবে তার ধারনা আধুনিক কিপারদের মত না। পুরা শরীর স্ট্যাম্পের দিকে নিয়ে গেছিলেন তিনি। রিফ্লেকশন টাইমটাও অনেক।

তবুও কাজটা বেশ ভালো ভাবেই করেছেন তিনি। এখানেই শেষ নয়, ধরেছেন এক ‘বিতর্কিত’ ক্যাচও। শাহীন আফ্রিদির ফুলার লেন্থের বলটা ড্রাইভ করতে চেয়েছিলেন ইফতিখার আহমেদ। কিন্তু মনে হল ব্যাটটা মাটিতেই আঘাত করেই বল চলে গেছে উইকেট রক্ষকের কাছে।

কিন্তু শান্তর জোড়ালো আপিল, যেন তিনি সুনিশ্চিত যে ব্যাটের কানা ঘেঁষে চলে গেছে বলটি। শান্তের আত্নবিশ্বাস দেখে রিভিউ নিলেন ফরচুন বরিশালে অধিনায়ক তামিম ইকবাল। স্নিকো মিটারে স্পাইক দেখে আউটের সিদ্ধান্তই দিলেন আম্পায়ার। একই দিনে উইকেটরক্ষক শান্তর দুই ম্যাজিক। সিলেটে ব্যাট, আর গ্লাভস হাতে দুর্দান্ত এক দিন কাটালেন তিনি। ব্যাট হাতে রান পাচ্ছেন না অনেকদিন। আগের ম্যাচেই তানজিম হাসান সাকিবের পেসে পরাস্ত হয়েছিলেন শান্ত।

তবে এদিন যেন রুদ্রমূর্তি ধারণ করলেন তিনি। দেশ সেরা পেস দানব নাহিদ রানার উপরে চড়াও হলেন সবচেয়ে বেশি। তার এক ওভারেই লং অফ আর থার্ড ম্যান দিয়ে তিনটি চোখ ধাঁধানো বাউন্ডারি মারেন শান্ত। যদিও ফিফটির দেখা পাননি তিনি, ৩০ বলে পাঁচ চার আর এক ছক্কায় ৪১ রানে সাজঘরে ফিরেছেন শান্ত।

অনেক দিন পরে রানে ফেরাটা নিশ্চয়ই আত্নবিশ্বাস যোগাবে শান্তকে। আর আগে বিপিএলে বল হাতে নিয়েছিলেন উইকেটও। অধিনায়কত্বটাও আয়ত্তে আছে তার। ফিল্ডার হিসেবেও বেশ যুতসই তিনি, এবার তো ভেলকি দেখালেন উইকেটরক্ষক হিসেবেও। দলে থাকার জন্য শান্তই যেন সর্বেসর্বাই হয়ে উঠছেন।

Share via
Copy link