যেখানে থেমেছিলেন সেখান থেকেই শুরু রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে দেখার অপেক্ষা ফুরালো, প্রায় এক মাসের বেশি সময় পর চিরচেনা রূপে ফিরলেন তিনি। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আল ইত্তিহাদের বিপক্ষে খেলার পর থেকে একরকম ছুটিতেই ছিলেন তিনি, এবার আল আখদাউদের বিপক্ষে ম্যাচ দিয়ে ছুটির অবসান ঘটলো।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে দেখার অপেক্ষা ফুরালো, প্রায় এক মাসের বেশি সময় পর চিরচেনা রূপে ফিরলেন তিনি। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আল ইত্তিহাদের বিপক্ষে খেলার পর থেকে একরকম ছুটিতেই ছিলেন তিনি, এবার আল আখদাউদের বিপক্ষে ম্যাচ দিয়ে ছুটির অবসান ঘটলো।

তবে লম্বা বিরতিতেও বদলায়নি কোন কিছু, ঠিক যেখানে রেখে গিয়েছিলেন সেখান থেকেই পুনরায় শুরু করলেন রোনালদো। আখদাউদের বিপক্ষে গোল আদায় করে নিয়েছেন তিনি; একেবারে বিরতিতে যাওয়ার আগের সময়টার মতনই।

সেসময় ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জালের দেখা পেয়েছিলেন এই স্ট্রাইকার, গোল করেছিলেন সবমিলিয়ে আটটা। আর এবার সংখ্যাটা বেড়ে হলো টানা ছয় ম্যাচ, গোলসংখ্যা দাঁড়াল নয়ে – তাঁর ফর্মটা যে ভালো কাটছে সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

যদিও কেবল গোল বললে ভুল হবে, এদিন জয়সূচক গোলটা এসেছে পর্তুগিজ যুবরাজের পা থেকে। মাত্র ছয় মিনিটের সময় স্যাভিউর গডউইনের কল্যাণে এগিয়ে যায় আখদাউদ। কিন্তু সেটা স্থায়ী হয়নি, সাদিও মানে দলকে সমতায় ফেরান কিছু সময় পরই।

অন্যদিকে বিরতির ঠিক আগে পেনাল্টি পায় আল নাসের, অধিনায়ক রোনালদো সেখান থেকে দলকে এগিয়ে দিতে কোন ভুল করেননি। শেষ পর্যন্ত প্রতিপক্ষ আর কোন গোল করতে না পারলে আরো একটা জয়ের সাক্ষী হয় দলটা; উপরি হিসেবে ম্যাচের একেবারে শেষদিকে দ্বিতীয় গোল পেয়ে যান সেনেগাল তারকা।

যদিও দিনশেষে সব আলোচনা রোনালদোকে নিয়ে, একের এক ম্যাচে গোল করে চলছেন তিনি। বয়সের সঙ্গে পালা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি, অবিশ্বাস্য সব রেকর্ডের পিছনে ছুটছেন। কি জানি, তাঁর এই দৌড় থাকবে কবে?

Share via
Copy link