হেলসের বাজে ব্যবহার তাঁতিয়ে দিয়েছিল তামিমকে

কেউ তাঁকে ব্যঙ্গ করলে কিংবা সতীর্থকে ব্যঙ্গ করলে তিনি অবশ্যই প্রতিবাদ করবেন। এর ফলে যদি তাঁর ব্যাড বয় ইমেজ তৈরি হয় তাতে কিছু আসে যায় না - এমনকি কেউ যদি কিছু বলতে চায় তাঁকে, সেটা লুকিয়ে, ইঙ্গিতে না বলার পরামর্শ দেন এই তারকা।

ভিন্ন মোড় নিলো তামিম-হেলস বিতর্ক, প্রকাশ পেয়েছে পর্দার পিছনে থাকা গল্প। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা তখন হ্যান্ডশেক করছিলেন; হুট করে তামিম ইকবাল ক্ষেপে যান, কয়েকজন মিলেও তাঁকে আটকে রাখা কঠিন হয়ে যাচ্ছিলো। খানিক পরেই বোঝা যায় অ্যালেক্স হেলসের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি।

এরপর জল গড়িয়েছে অনেকদূর, শুরুতে ঝামেলার কারণ স্পষ্ট না থাকলেও পরে জানা যায় আদ্যোপান্ত। হেলসের কোন একটা অঙ্গভঙ্গি পছন্দ হয়নি তামিমের, সেজন্যই তিনি রেগে গিয়ে বলেছিলেন কিছু বলার থাকলে মুখের উপরে বলতে।

যদিও ইংলিশ ক্রিকেটারের দাবি, তিনি আসলে তেমন কিছু করেননি। উল্টো ২০২১ সালে তাঁর নিষেধাজ্ঞার ঘটনা তুলে এনে টাইগার ওপেনারই তাঁকে খোঁচা মেরেছেন। তবে এবার অন্য দিকে মোড় নিলো পুরো ব্যাপার, তামিম শোনালেন পর্দার পিছনের গল্প।

 

রংপুর রাইডার্সের বনাম ফরচুন বরিশালের প্রথম ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ইকবাল হোসেন ইমনের। সেদিন ইমনের সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন ইংলিশ ব্যাটার। সবশেষ ম্যাচে আবার একই ঘটনা ঘটে, সেই সাথে ম্যাচ জয়ের পর তামিম ইকবালের দিকে তাকিয়ে বিদ্রুপের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এতেই মূলত মেজাজ হারান তামিম।

কথা কাটাকাটি চলাকালীন এই বাঁ-হাতি কি আসলেই বিয়ারের প্রসঙ্গ তুলেছিলেন – তিনি অবশ্য বলেন, এটা তাঁর জানাই ছিল না। হেলসের ব্যাপারে তিনি কেবল এতটুকুই শুনেছেন যে তাঁর নামে অনেক শৃঙ্খলাজনিত অভিযোগ আছে; জাতীয় দলের সতীর্থরাও তাঁকে দেখতে পারে না।

তামিম ইকবালের অবস্থান এখন অনেক বেশি পরিষ্কার। কেউ তাঁকে ব্যঙ্গ করলে কিংবা সতীর্থকে ব্যঙ্গ করলে তিনি অবশ্যই প্রতিবাদ করবেন। এর ফলে যদি তাঁর ব্যাড বয় ইমেজ তৈরি হয় তাতে কিছু আসে যায় না – এমনকি কেউ যদি কিছু বলতে চায় তাঁকে, সেটা লুকিয়ে, ইঙ্গিতে না বলার পরামর্শ দেন এই তারকা।

Share via
Copy link