সানি দেওল আসতেই দাঁড়িয়ে গেলেন ধোনি

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিশ্চয়ই মিস করতে চাইবেন না ধোনি। সেখানে শুধু ধোনি নয়, হঠাৎ হাজির হলেন বলিউ সুপার স্টার সানি দেওল। তিনি আসতেই উঠে দাঁড়িয়ে হাত মেলালেন ধোনি। দু’জনে পাশাপাশি বসে খেলা দেখলেন।

মাঠের চেয়ে ভারত-পাকিস্তান লড়াইয়ে মাঠের বাইরেই উত্তেজনা বেশি। সেই লড়াইয়ে সামিল হলেন খোদ মহেন্দ্র সিং ধোনিও। বিজ্ঞাপনচিত্রের কাজ করতে স্টুডিও-তে ছিলেন ধোনি। সেখানে বিশেষ স্কিনিংয়ের ব্যবস্থা করা হল। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ছিলেন ধোনি, নিশ্চয়ই সিএসকের কোনো বিজ্ঞাপনে কাজ করছিলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিশ্চয়ই মিস করতে চাইবেন না ধোনি। সেখানে শুধু ধোনি নয়, হঠাৎ হাজির হলেন বলিউ সুপার স্টার সানি দেওল। তিনি আসতেই উঠে দাঁড়িয়ে হাত মেলালেন ধোনি। দু’জনে পাশাপাশি বসে খেলা দেখলেন।

শেষ বার ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সদস্য ছিলেন ধোনি। সে বার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। সেটের সবাই খেলা দেখতে ধোনি-সানির সাথে যোগ দেয়।

ক্রিকেটটা ভারতের প্রার্থণার মত। ক্রিকেট ম্যাচ থাকলে ভারতের সবাই এক হয়ে সেই প্রার্থণায় অংশ নিতে সব কাজ ফেলে ছুটে আসে। দুবাইয়ের মাঠেও ছিল তারকার হাট। টি-টোয়েন্টি দলের তারকা অভিষেক শর্মা ও তিলক ভার্মারা গ্যালারিতে বসে ম্যাচ দেখেছেন। দ্বিতীয় ইনিংসের শুরুতে ভারতের ব্যাটিং দেখতে চলে আসেন সুরিয়াকুমার যাদব। দক্ষিণী সুপার স্টার চিরঞ্জীবীও ছিলেন মাঠে, ছিলেন সোনম কাপুর।

মজার ব্যাপার হল, দুবােইয়ের মাঠে দেখা গেল ইয়াশা সাগরকেও। এই নামটা বাংলাদেশিদের জন্য খুবই পরিচিত। ক’দিন আগেই শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংস দলের টিম হোস্ট ছিলেন ইয়াশা। তাঁর সঞ্চালনায় বুঁদ হয়ে ছিল বাংলাদেশ। চট্টগ্রাম ফাইনালে গেলেও তিনি নানা বিতর্কের জন্ম দিয়ে আগেই বাংলাদেশ ছাড়েন। তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করে চট্টগ্রাম। পাল্টা অভিযোগ করেন ইয়াশাও।

ভারতের মেয়ে ইয়াশার ভারতের ম্যাচ দেখতে যাওয়া খুবই স্বাভাবিক। উপস্থিত ছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদও। তাঁর নেতৃত্বেই ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারত। তিনিই এবার ভারত-পাকিস্তান ম্যাচে ট্রফি নিয়ে মাঠে ঢোকেন।

তবে, পাকিস্তানিদের চেয়ে ভারতীয়দের সংখ্যাই বেশি ছিল আমিরাতের মাঠে। অবশ্য দ্বিতীয় ইনিংস শুরু হতেই সুদর্শন শহীদ আফ্রিদি চলে আসেন মাঠে। রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, রমিজ রাজা, সুনীল গাভাস্কার, দীনেশ কার্তিকরা ছিলেন ধারাভাষ্যে। এছাড়া খেলা উপভোগ করার সুযোগ মিস করেননি সুরেশ রায়না, যুবরাজ সিং কিংবা শিখর ধাওয়ানরাও।

হার্দিক পান্ডিয়ার কথিত প্রেমিকা জেসমিন ওয়ালিয়ার উপস্থিতিও ম্যাচের সময় বেশ নজর কেড়েছে। বোঝাই যাচ্ছে দুবাইয়ের ক্রিকেটে কতটা বুঁদ হয়ে ছিল ভারত-পাকিস্তান।

Share via
Copy link