ভিগনেশ পুথুর, কেরালা থেকে মুম্বাইয়ের স্পিন জাদুকর

আইপিএলের মঞ্চে স্বপ্নের শুরু, মুম্বাই ইন্ডিয়ান্স পেল নতুন ‘স্পিন জাদুকর। অথচ, ভিগনেশ পুথুর নামটা ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে একদমই অপরিচিত! কে এই নবাগত স্পিন বিস্ময়, চেন্নাই সুপার কিংসের বুকে যিনি ছুড়ি হয়ে বিঁধলেন?

আইপিএলের মঞ্চে স্বপ্নের শুরু, মুম্বাই ইন্ডিয়ান্স পেল নতুন ‘স্পিন জাদুকর। অথচ, ভিগনেশ পুথুর নামটা ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে একদমই অপরিচিত! কে এই নবাগত স্পিন বিস্ময়, চেন্নাই সুপার কিংসের বুকে যিনি ছুড়ি হয়ে বিঁধলেন?

রবিবার চিপকের আলোয় যখন মুম্বাই ইন্ডিয়ান্স মাঠে নামে, তখন এই তরুণের হৃদস্পন্দন নিশ্চয়ই একটু বেশি গতিতে চলছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল অভিষেকের দিন। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামলেন তিনি। কিন্তু কে জানত, এক রাতেই তিনি সত্যিকার অর্থে ‘ইমপ্যাক্ট’ ফেলবেন!

বাঁ-হাতি রিস্ট স্পিনার ভিগনেশ পুথুর যখন বল হাতে নিলেন, সামনে ছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কড়। গায়কড় ততক্ষণে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন, দলকে নিয়ে যাচ্ছেন জয়ের বন্দরে। কিন্তু, ভিগনেশের ভাবনা ভিন্ন। বলটা অফ স্টাম্পের বাইরে ফুললেন্থে পড়ল, গায়কোয়াড় ড্রাইভ করতে গেলেন—ঠিক সেই সময়, উইল জ্যাকস হাতে ক্যাচ! প্রথম ওভারেই প্রথম শিকার! মুম্বাই শিবিরে উচ্ছ্বাস!

তারপর, বাকিটা ইতিহাস! দ্বিতীয় ওভারে শিভাম দুবে, তৃতীয় ওভারে দীপক হুডা! চিপকে দাপিয়ে বেড়াচ্ছেন এক তরুণ, যিনি এখনো নিজ রাজ্য কেরালার হয়ে সিনিয়র ক্রিকেট খেলেননি! মজার ব্যাপার হল,  কেরালার মালাপ্পুরামের ছোট্ট শহর থেকে উঠে আসা ভিগনেশ শুরুতে মিডিয়াম পেসার ছিলেন। কিন্তু ভাগ্য তাঁকে টেনে নিয়ে গেল লেগ স্পিনে। স্থানীয় কোচ মোহাম্মদ শরিফ বললেন, ‘তুই লেগ স্পিন চেষ্টা কর।’ ভিগনেশ তখনও জানতেন না ‘চায়নাম্যান’ কাকে বলে, শুধু জানতেন—উইকেট চাই!

এরপর কলেজ ক্রিকেট, কেরালা প্রিমিয়ার লিগ, তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ঘুরে আলাপ্পি রিপলসের জার্সিতে নজর কাড়েন। মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে দলে নেয় মাত্র ৩০ লাখ রুপিতে। সেই ৩০ লাখের স্পিন যেন কোটি টাকার কাজ করে দিল!

ভিগনেশ পুথুরের অভিষেক যেন রুপালি পর্দার অবিশ্বাস্য এক গল্প! এক অজানা নাম থেকে ভিগনেশ এখন রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। কে জানে, এই আইপিএলই হয়তো অপেক্ষায় ছিল ভিগনেশ পুথুরের!

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link