বিরাট কোহলি আর রোহিত শর্মা— ভারতীয় ক্রিকেটের দুই দীর্ঘ ছায়া। এই দুই ছায়া ধীরে ধীরে সরছে, যেন শেষ বিকেলের রোদের মতো। টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন আগেই। সম্প্রতি টেস্ট থেকেও চুপিসারে বিদায় নিয়েছেন। এবার হয়তো আর কোনো ওয়ানডে বিশ্বকাপেও দু’জনকে একসঙ্গে দেখা যাবে না।
দু’জনেরই ইচ্ছা, ২০২৭ সালের বিশ্বকাপ খেলেই পুরোপুরি বিদায় নেবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। কিন্তু সেটা কি আদৌ সম্ভব হবে? ২০২৭ বিশ্বকাপ এখনও অনেক দেরি — প্রায় দু’বছর বাকি। ততদিন পর্যন্ত খেলার মতো শরীর কি থাকবে? বিসিসিআইই বা কতোটা সময় দেবে তাদের?
সবশেষ তাঁরা দেশের হয়ে খেলেছেন গত ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেটা ভারত জিতেছিল। এরপর শুরু হয় আইপিএল, আর চলতি আইপিএল চলাকালীনই দু’জন টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন।
আগস্টে ভারতের ওয়ানডে সিরিজ আছে, কিন্তু রোহিত–বিরাটকে সেখানে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এই নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে বলেছেন, এখন শুধু ওয়ানডের জন্য নিজেকে তৈরি রাখা খুব কঠিন। তাঁর মতে, দীর্ঘ বিরতি একধরনের আলস্য তৈরি করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফিটনেস ধরে রাখাও চ্যালেঞ্জ হয়ে যায়।
তবে কুম্বলে এটাও বলেছেন, যতদিন বিরাট আর রোহিত খেলবেন, ততদিন দর্শকরা উপভোগ করবে। তাঁর ধারণা, এই দুই তারকার লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ জিতে অবসর নেওয়া। সেটা যদি হয়, তাহলে খুবই সুন্দর একটা সমাপ্তি হবে। কিন্তু সত্যিই কি তাঁরা সেই সময় পাবেন?