মুস্তাফিজকে আবার চাই দিল্লীর! গলে জমেছে দিল্লীর খেলা!

দিল্লী ক্যাপিটালসেই খেলবেন মুস্তাফিজুর রহমান। সম্ভব হলে তাঁকে আইপিএলের আগামী মৌসুমেই আবার দিল্লীর ডেরায় দেখতে চাইবেন কিরণ কুমার গ্রান্ধী।

দিল্লী ক্যাপিটালসেই খেলবেন মুস্তাফিজুর রহমান। সম্ভব হলে তাঁকে আইপিএলের আগামী মৌসুমেই আবার দিল্লীর ডেরায় দেখতে চাইবেন কিরণ কুমার গ্রান্ধী।

তখন রাত নেমেছে গলে। ভারত মহাসাগরের গা ঘেঁষে ঘুমঘোরে কাবু এক শহর। কিন্তু গল ফোর্টের ভেতরের ক্যাফেগুলো তখনও জেগে আছে। কফির কাপে, আলোর মেলায়, গুনগুন গানে তখনো জমে আছে অনেক গল্প। ঠিক এমন এক সন্ধ্যায়, এক পুরনো ইটের গলিপথ ধরে হেঁটে আসছিলেন তিনি — কিরণ কুমার গ্রান্ধী।

মাথা নিচু কার সাথে যেন গল্প করছিলেন একটা ক্যাফেতে। বাংলাদেশি সাংবাদিক শুনেই থেমে দাঁড়ালেন। একটু হেসে বললেন, ‘মুস্তাফিজুর রহমান ইজ আ ভেরি গুড বোলার।’

প্রশ্ন আসতে পারে, কে এই কিরণ কুমার গ্রান্ধী? বলা হয়, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামের মাস্টারমাইন্ড, দিল্লী ক্যাপিটালস দলের চেয়ারম্যান।

জিএমআর গ্রুপের এই কর্পোরেট চেয়ারম্যান আইপিএল নিলামকে রীতিমত শিল্পে পরিণত করেছেন। ক্রিকেট কিংবা ক্রিকেট বানিজ্য – সবই তাঁর নখদর্পনে। কেউ কেউ তাঁকে বলেন ‘নিলামঘরের পিকাসো’।

গল ফোর্টের রাতে বসে নানা রঙের মেলা। শহর যখন সন্ধ্যা হলেই প্রায় ঘুমিয়ে পরে, গল ফোর্টের ক্যাফেগুলোর যেন কোনো ঘুম নেই। তেমনই এক সন্ধ্যায় ফোর্টের ভেতরে ক্যাফেতে বসে খেলা ৭১-কে নিজের ইচ্ছার কথা জানালেন কিরন কুমার।

মুস্তাফিজুর রহমানকে আগামী মৌসুমেও দলে চাই দিল্লী ক্যাপিটালসের। কিরণ বলেন, ‘মুস্তাফিজ দারুণ বোলার। সুযোগ থাকলে আগামী মৌসুমে আবারও ওকে আমরা দলে নিবো।’

হঠাৎ করে তাঁকে গলের রাস্তায় দেখে চমকে উঠতে হয়েছিল। ট্যুরিস্টের বেশে ঘুরে বেড়াচ্ছেন। দেখে বোঝার উপায় নেই – আইপিএল নিলামে তিনি কি কি সব কাণ্ড করে বসে। নিলামের মঞ্চে তিনি যেভাবে খেলোয়াড়দের প্রতি আগ্রহ দেখান, তা যেন শুধুই দরদামে আটকে থাকা কোনো লেনদেন নয়।

সর্বশেষ নিলামেও তিনি শ্রেয়াস আইয়ারকে পাওয়ার জন্য যুদ্ধ করেন পাঞ্জাব কিংসের সাথে। শ্রেয়াস আইয়ারের দাম আকাশে ওঠার বড় কারণ এই গ্রান্ধী সাহেব। শেষ পর্যন্ত প্রীতি জিনতার দল শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয়।

কিরণ কুমারের জন্য নিলাম মানে শুধু খেলোয়াড় সাইনিং নয়। এটা তাঁর জন্য এক রকম খেলা। প্রচণ্ড চতুর এই ভদ্রলোক নিলাম বসে থাকেন সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে। প্রায় সব বিডেই তিনি থাকেন।

তিনি খেলোয়াড় চিনেন। ২০২২ সালের নিলামে মুস্তাফিজকে কিনেছিলেন ভিত্তিমূল্যে। গেল আসরে, নিলামের বাইরে বদলী খেলোয়াড় হিসেবে দলে নিয়েছেন। এবার আরও একবার মুস্তাফিজুর রহমানকে চাই তাঁর।

সেই রাতে কিরণের মুখে মুস্তাফিজের কথা শুনে বিস্ময়ের সুযোগ ছিল না। বরং মনে হলো, বাংলাদেশি এই পেসারকে নিয়ে তাঁর ভিতরের প্ল্যানটা আরও পাকাপোক্ত হচ্ছে।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link