বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ দেখাতে আগ্রহী না কোনো টেলিভিশন চ্যানেল। নির্ধারিত সময় পার হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাকে সাড়া দেয়নি কেউ। তাই তো শঙ্কা জেগেছে সিরিজ সম্প্রচার নিয়ে।
আগামী ২০ জুলাই থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। বাকি আছে মাত্র হাতে গোনা ক’টা দিন। চার কোটি টাকা মূল্যে তিন ম্যাচের আসন্ন সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রির বিজ্ঞপ্তি দেয় বিসিবি। ৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত সিকিউরিটি মানি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়।
বিসিবির সূত্র মতে , সময় পার হলেও কোনো প্রতিষ্ঠানই অর্থ জমা করেনি। যার পেছনের কারণ হিসেবে তারা দেখছে অতিরিক্ত মূল্য। এর আগেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ঘটেছিল একই ঘটনা। কোনো টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি। শেষমেশ বিটিভিতে দেখানো হয়েছিল খেলা।
এসব কিছু একটা বিষয়ের দিকেই ইঙ্গিত করে, বাংলাদেশের ক্রিকেটে যে এখন ঘোর অমানিশা নেমে এসেছে। মাঠের খেলায় যেমন পারফরম্যান্স ঠেকেছে শূন্যের কোটায়, মাঠের বাইরেও তার প্রভাব স্পষ্ট হচ্ছে। দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে, খেলা দেখানোর জন্য আগ্রহ প্রকাশ করছে না কেউ। এমন ঘটনা দেশের ক্রিকেটের জন্য একটা হুমকিস্বরূপ।
অথচ কিছু বছর আগেই তামিম-সাকিব-মাশরাফিদের খেলা দেখার জন্য গ্যালারি ভর্তি দর্শক, চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচে পড়া ভিড়, অনলাইন থেকে শুরু করে রেডিও চ্যানেল—সবখানেই একটা উৎসবমুখর পরিবেশ থাকতো।
একে অপরের সাথে পাল্লা দিত টিভি চ্যানেলগুলো। এখন যেন সেই একই মুদ্রার ওপিঠ দেখছে বিসিবি। দলে তারকা খ্যাতি নেই কারোর, মাঠের পারফরম্যান্সে ভাটা পড়েছে, জিততেই যেন ভুলে গেছে দল। গুণের সাথে মানটাও হারিয়েছে বাংলাদেশ, আর এইজন্যই দরজায় কড়া নেড়েও সাড়া মিলছে না কারোর।