পাকিস্তান একটা রহস্যময় সংকটে পড়েছে। সংকটের নাম বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সংকটের চেয়ে এখানে সমাধান আরও বেশি রহস্যময়।
হয় তাঁদের এশিয়া কাপ খেলতে পাঠানো হবে, সংযুক্ত আরব আমিরাতে। না হলে ছেটে ফেলা হবে চিরতরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। অন্দরমহল থেকে আসা খবর এমনই বলছে।
৩৪ বছরের অপেক্ষার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা হাতছাড়া হলো পাকিস্তানের—আর এর পেছনে সবচেয়ে বড় দায় দুই পোস্টার বয়, বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের।
তাঁদের নামের পাশে থাকা সংখ্যাগুলোই বলে দিচ্ছে গল্প। তিন ইনিংসে রিজওয়ান ও বাবর যথাক্রমে ৬৯ ও ৫৬ করে রান করেছেন। রিজওয়ানের গড় ২৩, স্ট্রাইক রেট ৬৪। অন্যদিকে বাবরের গড় ১৯, স্ট্রাইক রেট ৬৩।
এমন পারফরম্যান্সে প্রতিপক্ষকে হারানো তো দূরের কথা, ম্যাচে লড়াই করাটাও অসম্ভব। ত্রিনিদাদের কঠিন উইকেটে যেখানে শাই হোপ সেঞ্চুরি করে ম্যাচ ঘুরিয়ে দিলেন, সেখানেই বাবর-রিজওয়ান থেমে গেলেন ধীর গতির ইনিংসে। পাওয়ার প্লে-তেই ফিরে গেছেন দু’জন।
আসলে একটা ম্যাচ নয়, এটা পুরো সিরিজেরই দৃশ্য। প্রথম ম্যাচে জিতেছিল পাকিস্তান, সেখানে বাবর-রিজওয়ান জুটি ম্যাচ জয়ে নেতৃত্ব দিলেও পরের দুই ম্যাচে যথারীতি লবডঙ্কা।
এই পরিস্থিতিতে সামনে এশিয়া কাপ, এর আগে অবশ্য আরব আমিরাতে প্রস্তুতি মূলক ত্রিদেশীয় সিরিজ খেলবে সালমান আলী আঘার দল। বোঝাই যাচ্ছে, সেখানে এশিয়া কাপের দলটাই খেলবে। এই অবস্থায় বাবর-রিজওয়ান থাকবেন কি না – সেই উত্তর জানিয়ে দেবে সময়।
তবে, বোর্ডের ভেতর থেকেই এখন উঠছে বিরোধীতা। দুই সিনিয়র ক্রিকেটারকে বোর্ড কর্তারা পারলে এখনই নির্বাসনে পাঠিয়ে দেন। সেই হিসেবে এশিয়া কাপটাকেই এই দু’জনের ক্যারিয়ারের শেষ লাইফ লাইন বলা যায়।