সামাদের আগ্রাসন পাকিস্তানের স্বস্তির কারণ

পাকিস্তান শাহিনসের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন আবদুল সামাদ। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাকিস্তানি নবদূত।

ধুন্ধুমার ব্যাটিংয়ের রথ ছুটিয়ে হঠাৎ আগমন ঘটে আবদুল সামাদের। ক্ষনিকের উল্কা নন তিনি, তা প্রমাণের মঞ্চ হিসেবে তিনি যেন বেছে নিয়েছেন টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজকে। পাকিস্তান শাহিনসের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাকিস্তানি নবদূত।

মেলবর্ন রেনেগেডস একাডেমির বিপক্ষে আগ্রাসনের ঝলকানি দেখালেন। ৬৩ বলে ১১০ রানে ঝড় বইয়ে দিয়েছেন তিনি। শেষ অবধি অপরাজিত থেকেছেন সামাদ। তবে এই ইনিংসটি তার ব্যাটিং সত্ত্বার দৃঢ়তার প্রতীক হয়ে রইল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ফিরেছেন শূন্যরানে। স্বাভাবিকভাবেই চাপের ভার চেপে বসেছিল সামাদের কাঁধে।

আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলবেন নাকি ধীরলয়ে ইনিংস বিল্ডআপ করবেন? এ নিয়ে নিঃসন্দেহে তিনি দ্বিধার মধ্যে ছিলেন। তবে সময়ের সাথে সাথে তিনি নিজের মধ্যে জড়তা কাটিয়ে ফেললেন। প্রথমে ইনিংস বিল্ডআপ করার সিদ্ধান্ত নিলেন। উইকেটে থিতু হওয়ার পর তিনি জ্বলে উঠলেন আপন শক্তিতে।

একের পর এক বাউন্ডারিতে পাকিস্তান শাহিনস ঘুরে দাঁড়াল দারুণভাবে। স্বল্প রানের শঙ্কাকে রীতিমত উড়িয়ে তিনি বাউন্ডারির ওপারে ফেলেছেন। ছয়টি ছক্কা আর সমান সংখ্যক চারের মারে তিনি সাজিয়েছেন নিজের ইনিংস। তাতে করে ২০ ওভার শেষে ১৭৮ অবধি পৌঁছেছে পাকিস্তান শাহিনসের সংগ্রহ।

চলতি বছরে পাকিস্তান সুপার লিগে তিনি বড় মঞ্চে নজর কেড়েছেন অনবদ্য স্ট্রাইকরেটের কারণে। প্রায় ১৯০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন পেশওয়ার জালমির জার্সিতে। যদিও এর আগেই তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি মোটেও আশানুরুপ ছিল না।

কিন্তু তার অসাধারণ হিটিং দক্ষতাকে একেবারেই উপেক্ষা করেনি পাকিস্তান। ২৭ বছর বয়সী এই ব্যাটারকে পাকিস্তানের শাহিনসে যুক্ত করা হয়। আর সুযোগ পেয়ে তিনি নিজের সক্ষমতার দুর্ধর্ষ চিত্র অংকন করেছেন অস্ট্রেলিয়ার বুকে। এর আগে বাংলাদেশ এ দলের বিপক্ষেও আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি। দুইশোর বেশি স্ট্রাইকরেটে তিনি অর্ধশতক হাঁকিয়েছিলেন সেদিনও।

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি, এই ধারাবাহিকতা তার জন্যে জাতীয় দলের দুয়ার পুরোপুরি অবমুক্ত করে দিতে পারে। পাকিস্তানের মিডল অর্ডারের একটা সমাধান হতে পারেন আবদুল সামাদ। সে কারণেই তাকে পাকিস্তান শাহিনসের প্রতিনিধি করে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়াতে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link