সুরিয়ার ডাকে সাড়া দিলেন এবি ডি!

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সুরিয়াকুমার যাদবের ব্যাটিং প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে টি-টোয়েন্টিতে যতটা সফল তিনি, ওয়ানডে ফরম্যাটে ততটাই মলিন তাঁর ব্যাট। তাই ভারতের এই তারকা শরণাপন্ন হয়েছেন কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের কাছে।

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সুরিয়াকুমার যাদবের ব্যাটিং প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে টি-টোয়েন্টিতে যতটা সফল তিনি, ওয়ানডে ফরম্যাটে ততটাই মলিন তাঁর ব্যাট। তাই ভারতের এই তারকা শরণাপন্ন হয়েছেন কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের কাছে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুরিয়াকুমার সরাসরি এবি ডি ভিলিয়ার্সের কাছে পরামর্শ চেয়েছেন, কীভাবে দুই ফরম্যাটে ব্যাটিংয়ের ভারসাম্য বজায় রাখা যায়। তার প্রশ্ন ছিল স্পষ্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ভিন্ন মেজাজের ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখা কতটা সম্ভব এবং কীভাবে সেটা অর্জন করা যায়।

ডি ভিলিয়ার্সও সময় নেননি উত্তর দিতে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি সুরিয়াকুমারের উদ্দেশে ভিডিও বার্তা পাঠিয়ে জানান, ‘আমি তার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হচ্ছি। আসলে আমি চাই, সুরিয়া আমার শোতে আসুক। আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, শুধু ওয়ানডে নয়, টেস্ট ক্রিকেট নিয়েও। আমি ওর জন্য ভালো সমাধান খুঁজে বের করব।’

 

দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি বলেন, ‘আমি জানি না সুরিয়াকুমারের টেস্ট খেলার বড় আশা আছে কিনা, তবে ও নিশ্চয়ই সেটা পুরোপুরি ছেড়ে দেবে না। ওয়ানডে আর টি-টোয়েন্টির মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া অবশ্যই চ্যালেঞ্জিং। আমি নিজের হোমওয়ার্ক করব এবং ওকে একটি সঠিক দিকনির্দেশনা দেব।’

সুরিয়াকুমার যাদবের ওয়ানডে পরিসংখ্যান তেমন উজ্জ্বল নয়। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালেই ছিল তার সর্বশেষ ওয়ানডে ম্যাচ। পুরো টুর্নামেন্টে ফিনিশার হিসেবে সুযোগ পেলেও বড় ইনিংস খেলতে পারেননি। বর্তমানে তার ওয়ানডে গড় মাত্র ২৫, যা টি-টোয়েন্টিতে তার দাপটের সঙ্গে তুলনা করা যায় না।

অন্যদিকে এবি ডি ভিলিয়ার্সে ব্যাটিং রেকর্ড  ক্রিকেট ইতিহাসের সেরাদের তালিকায়। ২২টি টেস্ট শতক ও ২৫টি ওয়ানডে শতকের মালিক তিনি। গড়   ৫৩-এর ওপরে, আর স্ট্রাইক রেট রান প্রতি বলেরও বেশি। টি-টোয়েন্টিতে ছিলেন আরও বেশি ভয়ঙ্কর।

 

তাই তো যেভাবে সুরিয়াকুমার যাদব নিজেকে বহুমুখী ব্যাটার হিসেবে আরও উন্নত করতে চান, তাতে এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তির পরামর্শই হতে পারে ভবিষ্যতের পাথেয়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link