ফুটবল মাঠে জাদু দেখিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয়ের পর অবসর পরবর্তী জীবন নিয়ে নিজের ভাবনার কথা জানালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা স্পষ্ট করে দিয়েছেন, খেলোয়াড়ি জীবন শেষ হলে কোচিংয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। বরং নিজের একটি ক্লাব গড়ে তোলাই তাঁর বড় স্বপ্ন।
আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী মেসি বলেন, তিনি নিজেকে কোচের ভূমিকায় কল্পনা করতে পারেন না। তাঁর ভাষায়, কোচ হওয়ার ধারণা আকর্ষণীয় হলেও ক্লাবের মালিক হওয়ার ভাবনাটাই তাকে বেশি টানে।
তাঁর স্বপ্ন একেবারে নিচের স্তর থেকে একটি ক্লাব শুরু করে সেটিকে ধাপে ধাপে বড় করে তোলার। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া এবং তাদের থেকে গুরুত্বপূর্ণ কিছু অর্জন করাই তাঁর কাছে সবচেয়ে বেশি অর্থবহ।

গত অক্টোবরে তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করেছেন। যা তাকে ২০২৮ সাল পর্যন্ত খেলার সুযোগ করে দেবে। পাশাপাশি, এই ক্লাবটিতে তাঁর আংশিক মালিকানার অংশ থাকছে, যার ফলে দীর্ঘমেয়াদে ক্লাবের ক্রীড়া ও বাণিজ্যিক সিদ্ধান্তে তাঁর ভূমিকা থাকবে।
এদিকে মেজর লিগ সকার (এমএলএস) এর সম্প্রচার স্বত্বের জন্য অ্যাপল যে দশ বছরের চুক্তিতে ন্যূনতম ২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, সেই চুক্তির আওতায় মেসিকে সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
তরুণদের নিয়ে কাজ করার আগ্রহ থেকেই মেসি চালু করেছেন ‘দ্য মেসি কাপ’। গত ডিসেম্বরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম আসরে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৬ দল মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, চেলসি, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, নিউয়েলস ওল্ড বয়েজ এবং রিভার প্লেটের মতো যুব দলগুলোর। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় ভবিষ্যতে আরও এমএলএস একাডেমি দল যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

ক্লাব মালিকানার জগতে মেসির সম্পৃক্ততা এখানেই শেষ নয়। ২০২৫ সালের মে মাসে উরুগুয়ের চতুর্থ বিভাগে খেলা ডেপোর্তিভো এলএসএম ক্লাবটি চালু করতে সহায়তা করেন তিনি।
এই ক্লাবটির মালিক তাঁর দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ। সে সময় ইএসপিএন উরুগুয়েকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, এই প্রকল্পের অংশ হতে পারা তাঁর জন্য সম্মানের এবং ক্লাবটির আরও উন্নতিতে নিজের সর্বোচ্চটা দেওয়ার আশাবাদও প্রকাশ করেন।
সব মিলিয়ে, মাঠের বাইরেও ফুটবলের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকার একটি সুস্পষ্ট রূপরেখা আঁকছেন লিওনেল মেসি।যেখানে কোচিং নয়, বরং ক্লাব গড়া আর ভবিষ্যৎ প্রজন্ম তৈরিই তাঁর প্রধান লক্ষ্য।











