তুড়িতে নামিবিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। ৮০ রানের জয় সঙ্গী করে টেবিল টপার এখন বাংলাদেশ। তাতেই নিশ্চিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের সুপার সিক্স রাউন্ড।
এদিন যেন বাংলাদেশ খেলল একটা গোটা দল হয়ে। আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে তোলে ১৪৫ রানের সংগ্রহ। এই কৃতিত্ব যে কারো একার নয়। যদিও শুরুটা দুঃস্বপ্ন হয়ে এসেছিল জুয়াইরিয়া ফেরদৌসের জন্য। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথে হাঁটতে হয় তাঁকে।

সেখান থেকেই নতুন করে শুরু করে বাংলাদেশ। দিলারা আক্তারের ব্যাট থেকে আসে ২৫ রান। মিডল অর্ডারে নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তাররা খেললেন একজোট হয়ে। তাতেই বাংলাদেশের খাতায় লেখা হয় ১৪৫ রান।
নামিবিয়ার সামনে লক্ষ্যটা বেশ কঠিন। তবে সেটা আরও কঠিনতর করে দিলেন সানজিদা আক্তার মেঘলা। যদিও ২০ রান পর্যন্ত ঠিকঠাকই ছিল সবকিছু। এরপরই ধস নামানোর শুরুটা করেন ফাহিমা খাতুন। উইকেট তোলার উৎসবে যোগ দেন রাবেয়া খানও। সানজিদার চার, আর রাবেয়া-ফাহিমার তিনটি করে শিকারে নামিবিয়া গুঁটিয়ে যায় মাত্র ৬৪ রানে। জয় আসে ৮০ রানের বিশাল ব্যবধানে।

এই জয়ের সুবাদে টানা তিন ম্যাচই জিতে নিয়ে এ গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশের অবস্থান। তাতেই সুপার সিক্সে পা রাখল বাংলাদেশ।











