বিগ ব্যাশ বদলে দিল রিশাদের ক্রিকেট দর্শন!

অপূর্ণতার চাদর গায়ে চাপিয়ে রিশাদ হোসেন শেষ করলেন বিগ ব্যাশ যাত্রা। প্রথমবার পা রেখেই ফাইনাল খেলতে না পারার আক্ষেপ হয়তো পোড়াবে তাঁকে। তবে সেই আগুন যে তৈরি করবে খাটি সোনা। আসরজুড়েই রিশাদ ছিলেন হোবার্ট হারিকেন্সের মূল অস্ত্র। নিজের সামর্থ্যের সবটা নিঙড়ে দিয়েছেন, বিপরীতে কি পেলেন? এমন প্রশ্নের উত্তর একটাই, রিশাদ যে বড় হওয়ার টোটকা পেয়েছেন।

অপূর্ণতার চাদর গায়ে চাপিয়ে রিশাদ হোসেন শেষ করলেন বিগ ব্যাশ যাত্রা। প্রথমবার পা রেখেই ফাইনাল খেলতে না পারার আক্ষেপ হয়তো পোড়াবে তাঁকে। তবে সেই আগুন যে তৈরি করবে খাটি সোনা। আসরজুড়েই রিশাদ ছিলেন হোবার্ট হারিকেন্সের মূল অস্ত্র। নিজের সামর্থ্যের সবটা নিঙড়ে দিয়েছেন, বিপরীতে কি পেলেন? এমন প্রশ্নের উত্তর একটাই, রিশাদ যে বড় হওয়ার টোটকা পেয়েছেন।

১২ ম্যাচে ১৫ উইকেট। হোবার্ট হ্যারিকেন্সের সর্বোচ্চ উইকেট শিকারি। গোটা আসরেই কোনো স্পিনার তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেনি। আটের নিচে রেখেছেন ইকোনমি। ধারাবাহিকতার অনন্য দৃষ্টান্ত প্রতিস্থাপন করেছেন পুরোটা সময় জুড়ে।

দল বিপদে পড়েছে, রান আটকে দিয়েছেন, উইকেট তুলে নিয়েছেন। পাওয়ারসার্জে নামজাদা সব ব্যাটারদের সামনে বল করার দুঃসাহস দেখিয়েছেন। চোখে মুখে কোনো ভয় ছিল না তার, একারণে দলের অধিনায়কের ট্রাম্প কার্ড হয়েই আসর শেষ করেছেন।

এসব গল্প বাসি হয়েছে, রিশাদের বিগ ব্যাশ অভিযানের ইতি ঘটেছে। তবে রিশাদ খোলস ছেড়ে বেরিয়ে দেখে নিয়েছেন ক্রিকেট দুনিয়ার পাঠচক্র। অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির আদ্যোপান্ত জেনেছেন, নিজের ব্যাগেও নিশ্চয় সেসব ঢুকিয়ে নিয়েছেন।

রিশাদ ড্রেসিংরুম শেয়ার করেছেন বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত সব তারকাদের সাথে। স্টিভেন স্মিথের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুলেছেন, ফ্রেমবন্দি হয়েছেন গ্রেট ব্রেট লির সাথে। যে রিকি পন্টিংয়ের হাত ধরে এই মঞ্চে এসেছিলেন, তাঁর কাছ থেকে ক্রিকেটের অজানা গলির গল্প শুনেছেন রিশাদ, বুঝে নিয়েছেন ঘুটঘুটে অন্ধকারে সাফল্যে খুঁজে পাওয়ার রোডম্যাপ।

এগুলো কি? এসব দিয়ে কি হবে? এসব দিয়ে রিশাদ আত্মবিশ্বাসী হবেন। প্রচণ্ড চাপ কাঁধে নিয়ে ছুটেচলার শক্তি পাবেন। ভয় ধরানো প্রতিপক্ষের সামনে বুক চিতিয়ে লড়াই করার সাহস পাবেন, যেমনটা পেয়েছেন সাকিব আল হাসান- মুস্তাফিজুর রহমানরা। বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ, বড় সব তারকাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করার ফায়দা মূলত এটাই।

রিশাদের ক্রিকেট দর্শন এখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবে। কোনো প্রতিকূলতায় আর টলাতে পারবে না তাঁকে। পথ হারালেও ঠিকই ফিরতে পারবেন তিনি। যা বড় নাম হিসেবে প্রতিষ্ঠিত করবে এই রিশাদকে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link