সেই সাকিবকে দিয়েই বিসিবির আইওয়াশ

সাকিব আল হাসান নিজেই ২০২১ সালে এই আভাস দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমাকে ক্রিকেটে রাখেন। নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে। মিডিয়ার সাকিবকে দরকার।’

সাকিব আল হাসান নিজেই ২০২১ সালে এই আভাস দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমাকে ক্রিকেটে রাখেন। নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে। মিডিয়ার সাকিবকে দরকার।’

হ্যাঁ, ক্রিকেট থাকুক বা না থাকুক, বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারুক বা নাই পারুক – সাকিবকে বাংলাদেশের দরকার। বিসিবির দরকার, মিডিয়ার সামনে-সমর্থকদের সামনে ‘আইওয়াশ’-এর জন্য হলেও বারবার সাকিবকে দরকার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাকিব আল হাসান যদি অ্যাভেইলেবল থাকেন, ফিটনেস থাকে ও ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি থাকে তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে দলে নেওয়ার জন্য বিবেচনা করবে।’

সাকিবের তাই ফেরার রাস্তাটা পরিষ্কার হলো, জাতীয় দলের জার্সিতে আরও একবার মাঠে নামার অনুমতিপত্র পেলেন তিনি। তবে এমন সময় পেলেন, যখন বাংলাদেশের ক্রিকেটে নেমে এসেছে ঘোর অমানিশা। বিসিবি ব্যর্থতার স্মারকলিপি ধামাচাপা দেওয়ার জন্যই যেন সাকিবের শরণাপন্ন হয়েছে।

২০২৪ সালে কানপুরে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন সাকিব। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে, বয়সটাও উপসংহারের শেষ লাইনে দাঁড়িয়ে। আরও একবার সুযোগ এলো সাকিবের জন্য। তবে হঠাৎ এই নাটকীয় সিদ্ধান্ত কেন নিল বিসিবি? কদিন আগেও তো সাকিবের জন্য এ তল্লাটের সব দুয়ারই বন্ধ করে রাখা হয়েছিল।

অবশ্য সাকিবের সঙ্গে আলাপ-আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সেখানে সাকিব নিজেই ইচ্ছেপোষণ করেছেন, জেনে-বুঝেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

হ্যাঁ, সাকিব ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নেন। হঠকারিতা তাঁর মধ্যে খুব কম দেখা যায়। তবে বিসিবি কি সময়মতো সব সিদ্ধান্ত নিতে পারে? কিংবা বুঝে-শুনে? যদি পারত, সাকিব আগেই তো ফিরতে পারতেন। বিসিবি স্রেফ নিজেদের ত্রুটি ঢাকার জন্য আশ্রয় নিয়েছে সাকিবের কাছে। আট ঘণ্টার ম্যারাথন বৈঠকে শূন্য খাতায় কিছুটা মার্ক যোগ করার চেষ্টা করেছে।

এদিনই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই তো আনুষ্ঠানিকভাবে নাম কেটে গেছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকে প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই বসতে যাচ্ছে এবারের আসর। বিসিবির এই দায় এড়ানোর সুযোগটা আসলে নেই। তাই সমালোচনার তীরে বিদ্ধ হওয়ার আগেই সাকিবকে এক অর্থে ঢাল বানানো হয়েছে।

সাকিব হয়তো এবার সত্যিই সত্যিই ফিরবেন। সেটা অল্প কিছু দিনের জন্য হলেও তিনি ফিরবেন। তবে যোগ্যতা, অবদান কিংবা সম্মানের বিচারটা এখানে কমই করা হয়েছে। সাকিব কেবল হাতে থাকা ‘ট্রাম্প কার্ডের টিক্কা’, যা ব্যবহার করলে মুহূর্তেই ঘুরে যেতে পারে খেলা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link