সান্ত্বনার জয় মোহামেডানের

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গ্রুপ পর্ব শেষেও শিরোপার লড়াইয়ে ভালো ভাবেই ছিল মোহামেডান। কিন্তু সুপার লিগে এসেই পথ হারায় ঐতিহ্যবাহী এই ক্লাবটি। সুপার লিগের  প্রথম চার ম্যাচে টানা হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় মোহামেডান। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া মোহামেডানের শেষ ম্যাচে প্রয়োজন ছিল একটি শান্তনার জয়।

তবে এবার মোহামেডানের জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টি শেষে খেলা যখন শুরু হয় তখন ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ১৩ ওভারে। আর বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়ার বোলিং নৈপুণ্যে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ২৫ রানে হারিয়ে জয়ের দেখা পেয়েছে মোহামেডান।

প্রাইম দোলেশ্বরের ইনিংসের শুরুর দিকে বল হাতে তাণ্ডব চালিয়ে ইয়াসিন আরাফাত শিকার করেন চার উইকেট ও শেষের দিকে ধংসযজ্ঞ  চালিয়ে রুয়েল মিয়া শিকার করেন পাঁচ উইকেট। এছাড়া মোহামেডানের জয়ে ব্যাট হাতে অবদান রাখেন অধিনায়ক শুভাগত হোম। অধিনায়কের ৮ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসেই লড়াই করার পুঁজি পায় মোহামেডান।

মোহামেডানের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ইয়াসিন আরাফাতের বোলিং তোপের মুখে পড়ে প্রাইম দোলেশ্বর। এই পেসারের বোলিং তান্ডবে একে একে ফিরে যান ইমরানউজ্জামান (১৫), সাইফ হাসান (১১), মার্শাল আইয়ুব (৫) ও ফরহাদ রেজা (৩)। আর মাঝখানে ৮ রান করা তৌফিক খানকে ফিরিয়ে দেন রুয়েল মিয়া।

৫২ রানে ৫ উইকেট হারানোর পর রুয়েলের বোলিং তান্ডবে আর ঘুঁড়ে দাঁড়াতে পারেনি প্রাইম দোলেশ্বর। এই পেসারের শেষের তান্ডবে ৮১ রানে অলআউট হয়ে যায় প্রাইম দোলেশ্বর। মোহামেডানের পক্ষে রুয়েল পাঁচটি ও ইয়াসিন চারটি উইকেট শিকার করেন।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গ্রুপ পর্ব শেষেও শিরোপার লড়াইয়ে ভালো ভাবেই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু সুপার লিগে এসেই পথ হারায় ঐতিহ্যবাহী এই ক্লাব। সুপার লিগের চার ম্যাচে টানা হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় মোহামেডান। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া মোহামেডানের শেষ ম্যাচে প্রয়োজন ছিল শান্তনার একটি জয়।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা মোহামেডানের শুরুটা ভালো হয়নি। ইনিংসের চতুর্থ ওভারে ১২ বলে মাত্র ৩ রান করে ফিরে যান অভিষেক মিত্রা। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও শাকিল হোসেন। কিন্তু এনামুল হকের জোড়া আঘাতে দুই জন ফিরে গেলে আবার চাপে পড়ে মোহামেডান।

২১ বলে ২৬ রান করেন ইমন ও শাকিলের ব্যাট থেকে আসে ১৯ বলে ১৮ রান। এরপর শামসুর রহমান ও ইরফান শুকুর ফিরে গেলে ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে মোহামেডান। তবে শুভাগতম হোমের শেষের ঝড়ে নির্ধারিত ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে মোহামেডান।

৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন শুভাগত। প্রাইম দোলেশ্বরের পক্ষে দুটি উইকেট শিকার করেন এনামুল হক জুনিয়র। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও শরিফুল্লাহ।

  • সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১০৩/৫ (ওভার: ১৩; শাকিল- ১৮, পারভেজ- ২৬, শুভাগত- ২৩*) (এনামুল- ২-০-১৩-২)।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৮১/১০ (ওভার: ১১.৪: ইমরান- ১৫, সাইফ- ১১, রাব্বি- ১৬) (রুয়েল-২.৪-০-২১-৫, ইয়াসিন- ৩-০-১১-৪)

ফলাফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ২৫ রানে জয়ী (বৃষ্টি আইনে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link